shono
Advertisement

Breaking News

India pollution

বিষ বাতাসের কবলে দেশ! বিশ্বের দূষিততম ২৫টি শহরের মধ্যে ১৫টিই ভারতে

বিশ্বের দূষিততম রাজধানী নয়াদিল্লি।
Published By: Anwesha AdhikaryPosted: 12:16 PM Mar 11, 2025Updated: 12:18 PM Mar 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবচেয়ে দূষিত শহরগুলির অধিকাংশই ভারতে! সদ্যপ্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে, দূষিততম ২৫টি শহরগুলির মধ্যে ১৫টিই এদেশে। দিল্লি থেকে শুরু করে ফরিদাবাদ, মুজঃফরনগর, নয়ডার মতো শহরগুলি রয়েছে এই তালিকায়। দূষিত শহরের তালিকায় একমাত্র রাজধানী হিসাবে রয়েছে দিল্লি। বিশ্বের সবচেয়ে দূষিত শহর অসমের বার্নিহাট।

Advertisement

২০২৪ সালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট প্রকাশ করেছে সুইস সংস্থা IQAir। সেখানে বলা হয়েছে, বিশ্বের দূষিততম রাজধানী হল দিল্লি। দূষিত দেশগুলির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। উল্লেখ্য, ২০২৩ সালে এই তালিকায় ভারতের স্থান ছিল তিন নম্বরে। তারপর একবছরে ভারতের দূষণের মাত্রা প্রায় ৭ শতাংশ কমেছে। রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে ভারতে পিএম ২.৫ কনসেন্ট্রেশনের পরিমাণ ছিল প্রতি কিউবিক মিতারে ৫৪.৪ মাইক্রোগ্রাম। গত বছর সেটা কমে দাঁড়িয়েছে ৫০.৬ মাইক্রোগ্রামে।

কিন্তু দূষণের সূচকে ভারত উন্নতি করলেও দেশের একাধিক শহর রয়েছে দূষিততমের তালিকায়। সকলের উপরে থাকা বার্নিহাটে গতবছর দূষণের মাত্রা ছিল ১২৮.২। দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। গতবছর ১০৮.৩ মাত্রার দূষণ ছিল সেখানে। তারজন্যই বিশ্বের দূষিততম রাজধানী হয়ে উঠেছে নয়াদিল্লি। এছাড়াও দূষিত শহরের তালিকায় রয়েছে মুল্লানপুর, ফরিদাবাদ, লোনি, গুরুগ্রাম, মান্ডির মত একাধিক শহর। তবে প্রত্যেকটি শহরই উত্তর ভারতে অবস্থিত। প্রথম ৫০টি দূষিত শহরের মধ্যে রয়েছে বাংলার দুর্গাপুর এবং আসানসোল।

প্রসঙ্গত, বায়ুদূষণের কারণে ভারতে প্রচুর শারীরিক সমস্যা দেখা যায়। তার কারণে দেশবাসীর আয়ু গড়ে ৫.২ বছর কমছে। এহেন পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়িয়েছে IQAir রিপোর্ট। যদিও স্বাস্থ্য়মন্ত্রকের উপদেষ্টা তথা WHOর প্রাক্তন বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথনের মতে, দূষণের তথ্য সংগ্রহে অনেক উন্নতি করেছে ভারত। কিন্তু সেই তথ্যের ভিত্তিতে দূষণ রোধের পদক্ষেপ হচ্ছে না পর্যাপ্তভাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৪ সালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট প্রকাশ করেছে সুইস সংস্থা IQAir।
  • দূষিত দেশগুলির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত।
  • প্রথম ৫০টি দূষিত শহরের মধ্যে রয়েছে বাংলার দুর্গাপুর এবং আসানসোল।
Advertisement