সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : স্কুলবাসের সঙ্গে লরির ধাক্কায় মৃত্যু হল অন্তত ২৪ জন স্কুল পড়ুয়ার। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এটায়। বেশ কয়েকজন পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক। উত্তরপ্রদেশের ডিজিপি জাভেদ আহমেদ প্রাথমিকভাবে জানান, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জন স্কুলপড়ুয়ার। উদ্ধারকাজ চলছে। পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫, সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ৫০ থেকে ৫৫ জন পড়ুয়াকে নিয়ে স্কুলবাসটি যাচ্ছিল। আলিগঞ্জের কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারে। সূত্রের খবর, ঘটনাস্থলে মৃত্যু হয় ১৫ পড়ুয়ার। এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। জখম হয়েছে প্রায় ৪০ জন। এদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রাই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
The post দুর্ঘটনার কবলে স্কুলবাস, মৃত ২৪ পড়ুয়া appeared first on Sangbad Pratidin.
