সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের নৈনিতাল শহরে একসঙ্গে ১৯ যুবকের এইচআইভি আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ১৭ বছরের এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কিছুদিন পরেই অসুস্থ হয়ে পড়েন ওই যুবকেরা। হেরোইনের নেশায় আসক্ত ওই নাবালিকা, মাদকের জন্য অর্থের বিনিময়ে সে যুবকদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হত বলে জানা গিয়েছে। একসঙ্গে এত জনের এইডস আক্রান্ত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে উত্তরাখণ্ডে।
একের পর এক যুবক অসুস্থ হওয়ার পরেই ঘটনাটি সামনে আসে। নৈনিতালের রামদত জোশি জোয়েন্ট হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষায় দেখা যায় ১৭ জন যুবক এইচআইভি আক্রান্ত। একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাঁদের। ওই যুবকদের কাউন্সিলিংয়ে জানা যায়, প্রত্যেকেই ১৭ বছরের ওই কিশোরীর সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছিলেন। হেরোইনে আসক্ত নাবালিকা মাদকের পয়সা যোগাতেই ওই তরুণদের সঙ্গে শারীরিক সম্পর্ক করত।
গোটা ঘটনায় উদ্বিগ্ন জেলার স্বাস্থ্য দপ্তর। নৈনিতালের চিফ মেডিক্যাল অফিসার হরিশ চন্দ্র পন্ত জানান, গত পাঁচ মাসে ২০ জন এইডসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৯ যুবকের আক্রান্তের হওয়ার ঘটনায় উঠে এসেছে কিশোরীর নাম। স্বাস্থ্যকর্তাদের বক্তব্য, মাদকের নেশাই ভয়ংকর পরিস্থিতির জন্য দায়ী।