shono
Advertisement
Jammu and Kashmir

কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, ঘটনাস্থলেই মৃত দুই, আহত কমপক্ষে ৪৪ জন

উদ্ধারকাজ চালাচ্ছেন পুলিশ, সেনা এবং সিআরপিএফের জওয়ানরা।
Published By: Gopi Krishna SamantaPosted: 05:06 PM May 06, 2025Updated: 05:06 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস। মঙ্গলবার সকালে পুঞ্চ জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। আহত হয়েছেন ৪৪ জন যাত্রী। জানা গিয়েছে, এদিন সকালে বাসটি ঘান্তি থেকে মেন্ধারের দিকে যাচ্ছিল। আনুমানিক ৯টা বেজে ২০ মিনিট নাগাদ হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়।

Advertisement

দুর্ঘটনার পর প্রাথমিক ভাবে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, সেনা এবং সিআরপিএফ জওয়ানরা। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত ২ জনের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

এদিকে রবিবার কাশ্মীরেই সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে যায়। মৃত্যু হয় ৩ সেনা জওয়ানের। সেনাবাহিনীর গাড়িটি চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক ধরে শ্রীনগরের দিকে যাচ্ছিল। ব্যাটারি চশমার কাছে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি।

গত মার্চে একইভাবে ট্রাক খাদে পড়ে মৃত্যু হয়েছিল বিএসএফের ৩ জওয়ানের। আহত হয়েছিলেন চোদ্দ জন জওয়ান। চলতি বছরের জানুয়ারিতে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াড় জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন যাত্রীকে নিয়ে গভীর খাদে পড়ে গিয়েছিল একটি গাড়ি। ঘটনায় চার জনের মৃত্যু হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার সকালে কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি বাস খাদে পড়ে যায়।
  • ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। আহত হয়েছেন আরও ৪৪ জন যাত্রী।
  • আনুমানিক ৯.২০ নাগাদ হঠাৎই চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায় বলে জানা গিয়েছে।
Advertisement