সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের টাইগার জলপ্রপাতে স্নান করতে গিয়ে মৃত্যু হল ২ জন পর্যটকের। সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটলেও মঙ্গলবার পুলিশ তা প্রকাশ্যে এনেছে। মৃতরা হলেন আলকা আনন্দ (৫৫) এবং গীত্রাম যোশি (৩৮)। আলকা দিল্লির বাসিন্দা। অন্যদিকে, গীত্রামের বাড়ি দেরাদুনের চাকরাতাতে।
দেরাদুনের জেলায় অবস্থিত টাইগার জলপ্রপাতটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে সেখানে স্নান করতে নামেন আলকা এবং গীত্রাম। এরপরই পাহাড় থেকে একটি বড় গাছ আচমকা তাঁদের উপর ভেঙে পড়ে। তারপরই সেখানে চাঞ্চল্য ছড়ায়। তাঁদের উদ্ধার করতে সেখানে ছুটে আসেন অন্যান্য পর্যটকরা। রক্তাক্ত অবস্থায় আলকা এবং গীত্রাম উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় সামান্য আহত হয়েছেন আরও তিন পর্যটক।
এই দুর্ঘটনার পর হতবাক সকলে। টাইগার জলপ্রপাতে আপাতত স্নান বন্ধ রাখা হয়েছে। কিন্তু কী কারণে গাছটি ভেঙে পড়ল? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৃষ্টিপাতের জেরে পাহাড়ের মাটি আলগা হয়ে গিয়েছিল। তাছাড়া পাহাড়ের কাঠামোগত দুর্বলতার কারণেই গাছটি ভেঙে পড়ে। এই ঘটনার পর স্থানীয় প্রশাসনের তরফ থেকে একগুচ্ছ সতর্কতা জারি করা হয়েছে।
