মাসুদ আহমেদ, শ্রীনগর: কাশ্মীরে (Kashmir) ফের পরিযায়ী শ্রমিকদের নিশানা করল জঙ্গিরা। লস্কর জঙ্গিদের হামলায় মৃত্যু হয়ে উত্তরপ্রদেশের দুই পরিযায়ী শ্রমিকের (Migrant Labours)। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। প্রসঙ্গত, শনিবারেই জঙ্গিদের হাতে খুন হয়েছিলেন এক কাশ্মীরি পণ্ডিত। সেই সোপিয়ানেই ফের টার্গেট কিলিংয়ের শিকার হলেন সাধারণ মানুষ।
কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার গভীর রাতে উত্তরপ্রদেশের দুই পরিযায়ী শ্রমিকের দিকে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। গুরুতরভাবে আহত হন দুই শ্রমিক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন তাঁদের মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃত দুই শ্রমিকের নাম মণীশ কুমার ও রাম সাগর। এই হামলার পরে অবশ্য স্থানীয় পুলিশের হাতে ধরা পড়ে এক লস্কর (LeT Terrorist) জঙ্গি। আপাতত হামলার এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: বিলকিস কাণ্ডে দোষীদের মুক্তিতে সম্মতি দেয় কেন্দ্র, শীর্ষ আদালতে জানাল গুজরাট সরকার]
হামলার সময়ে ঘুমোচ্ছিলেন দুই পরিযায়ী শ্রমিক। তাঁদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়েছিল ইমরান বশির গনি নামে এক লস্কর জঙ্গি। হামলা চালানোর পরেই তাকে ধরে ফেলে সোপিয়ান পুলিশ। তাকে জেরা করে নানা জায়গায় তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, এই ঘটনার খবর জানতে পেরেই সরব হয়েছেন কাশ্মীরি পণ্ডিতদের একাংশ। তাঁদের একটি সংগঠনের পক্ষ থেকে টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানানো হয়েছে, ভূস্বর্গে সাধারণ মানুষ একেবারেই নিরাপদ নয়। কিছুদিন আগেই কাশ্মীরি পণ্ডিতকে বাড়ির সামনেই খুন করে জঙ্গিরা।
শনিবার সকালে সোপিয়ানে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন কাশ্মীরি পণ্ডিত কিষাণ ভাট। আরও জানা গিয়েছে, ওই কাশ্মীরি পণ্ডিতকে সুরক্ষা দেওয়ার জন্য একজন গার্ডকে মোতায়েন করা হয়েছিল। ঘটনার কিছুক্ষণ আগেই স্কুটারে চেপে ঘুরে এসেছিল ওই গার্ড। তবে তার সঙ্গে ছিল আরও এক ব্যক্তি। ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন ব্যক্তিই কিষাণকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনার দায় স্বীকার করেছিল কাশ্মীর ফ্রিডম ফাইটার্স নামে একটি জঙ্গি গোষ্ঠী। মাত্র দু’দিন পরেই ফের রক্তাক্ত হল ভূস্বর্গ।