shono
Advertisement

কাশ্মীরের পুলওয়ামায় বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল ভারতীয় সেনার

সেনার গুলিতে এখনও পর্যন্ত নিকেশ ২ জঙ্গি। The post কাশ্মীরের পুলওয়ামায় বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল ভারতীয় সেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 10:31 AM Jul 30, 2017Updated: 05:01 AM Jul 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ছক বানচাল করল ভারতীয় সেনা। গোপনসূত্রে খবর পেয়ে রবিবার কাশ্মীরের পুলওয়ামা জেলার তাহাব এলাকায় জঙ্গিদের ডেরায় হামলা চালায় জওয়ানরা। সেখানেই শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। এখনও পর্যন্ত পাওয়া খবর পর্যন্ত সেনার গুলিতে নিকেশ হয়েছে দুই জঙ্গি। ঘটনায় আহত হয়েছেন এক জওয়ানও। তবে তাঁর চোট কতটা গুরুতর, সেটা এখনও জানা যায়নি। শেষ পাওয়া খবরে, দু’পক্ষের মধ্যে এখনও গুলির লড়াই চলছে।

Advertisement

 

এদিন সূত্র মারফত পুলওয়ামা জেলার তাহাব এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার কথা জানতে পারে সেনাবাহিনী। তারপরই জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। অংশ নেয় পুলওয়ামার স্পেশাল অপারেশনস গ্রুপ(এসওজি) এবং ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা। গোটা তাহেব এলাকা চারদিক থেকে ঘিরে ফেলা হয়। অতি সন্তর্পনে শুরু হয় তল্লাশি অভিযান। ঠিক তখনই জওয়ানদের উপর গুলি চালাতে শুরু করে গোপন আস্তানায় লুকিয়ে থাকা জঙ্গিরা। সঙ্গে সঙ্গে পালটা জবাব দেয় সেনাও। তখনই গুলিতে নিকেশ হয় দুই জঙ্গি। আহত হন এক জওয়ান। যদিও এখনও পর্যন্ত ওই দুই জঙ্গির পরিচয় জানা যায়নি। মনে করা হচ্ছে, তারা লস্কর-ই-তৈবা কিংবা হিজবুল জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে। গোটা এলাকাটি ঘিরে রয়েছে নিরাপত্তাবাহিনী। পাশাপাশি আরও বেশি সংখ্যক সেনাও নিয়ে আসা হচ্ছে।

 

অনুমান করা হচ্ছে, বেশ বড় ধরনের হামলার ছকই কষেছিল জঙ্গিরা। তবে কবে, কোথায় ওই হামলা হওয়ার কথা, সেটা এখনও জানা যায়নি। গোটা ঘটনায় কাশ্মীরের ওই এলাকায় ত্রস্ত হয়ে রয়েছে। গত কয়েকমাসে এরকম বেশ কয়েকটি জঙ্গি হামলার ছক বানচাল করেছে ভারতীয় সেনা। কিছু কিছু ক্ষেত্রে জঙ্গিরা সফলও হয়েছে। এমনকী জঙ্গিদের অনুপ্রবেশের জন্য বারংবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গোলাগুলি ছুড়েছে পাক সেনাও। তবে দু’টি ক্ষেত্রেই পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। মূলত সীমান্তের ওপার থেকে পাকিস্তানের মদতেই উপত্যকায় বারবার হামলার ঘটনা ঘটছে বলে মত কূটনীতিকদের। তবে নওয়াজ শরিফ পরবর্তী জমানায় সন্ত্রাসদমনে কী ব্যবস্থা গ্রহণ করে ভারতের প্রতিবেশী দেশটি এখন সেটাই দেখার।

The post কাশ্মীরের পুলওয়ামায় বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল ভারতীয় সেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার