shono
Advertisement
SIR in Uttar Pradesh

এসআইআরের কাজে গাফিলতি, উত্তরপ্রদেশে ২১ বিএলও-র বিরুদ্ধে মামলা দায়ের

নির্বাচনী কর্তা এবং জেলাশাসকের নির্দেশে মামলা দায়ের।
Published By: Kishore GhoshPosted: 05:19 PM Nov 27, 2025Updated: 05:45 PM Nov 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে নানা অভিযোগ তুলছে দেশের বিরোধী দলগুলি। এসআইআর (SIR in Uttar Pradesh) স্থগিত করতে বা পিছতে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এছাড়াও অত্যাধিক কাজের চাপের কথা বলছেন বিএলও-রা। কোথাও বিএলও-দের আত্মঘাতী হওয়ারও খবর আসছে। এবারে উলটো ঘটনা। কর্তব্যে গাফিলতির অভিযোগে উত্তরপ্রদেশে ২১ জন বিএলওর বিরুদ্ধে মামলা দায়ের হল।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গাজিয়াবাদের। জেলা নির্বাচনী কর্তা এবং জেলাশাসক রবীন্দ্র কুমার মান্দারের নির্দেশে ডেপুটি তহসিলদার অলোক কুমার যাদব সিহানি গেটে থানায় একটি এফআইআর দায়ের করেছেন। নন্দগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার উপাসনা পান্ডেও মামলা নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এফআইআর বলা হয়েছে, এসআইআর (SIR in Uttar Pradesh)-সম্পর্কিত কাজের জন্য নিযুক্ত বিএলওরা তাদের নির্ধারিত কাজ করেননি বলে অভিযোগ। নিজের এলাকায় গণনা ফর্ম বিতরণ এবং সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যর্থ হয়েছেন। অভিযোগ, ওই বিএলওদের কারণেই বিশেষ নিবিড় সংশোধনীর কাজ ব্যাহত হয়েছে। প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত কর্তব্যে তাদের গাফিলতির গুরুত্ব বিবেচনা করে, আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর-সম্পর্কিত কাজের জন্য নিযুক্ত বিএলওরা তাদের নির্ধারিত কাজ করেননি বলে অভিযোগ।
  • নন্দগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার উপাসনা পান্ডেও মামলা নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement