shono
Advertisement

Breaking News

সিবিআই আদালতকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি, হাতিয়ার সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশ

হাই কোর্টে যাচ্ছে সিবিআই... The post সিবিআই আদালতকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি, হাতিয়ার সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:39 PM Dec 21, 2017Updated: 12:09 PM Dec 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির বিশেষ সিবিআই আদালত টুজি কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা, কানিমোঝি-সহ ১৭ অভিযুক্তকে বেকসুর খালাস করায় প্রবল উৎসাহিত কংগ্রেস ও ডিএমকে৷ যদিও সিবিআই আদালতের এই নির্দেশকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বৃহস্পতিবার মনে করিয়ে দেন, ২০১২-তে সুপ্রিম কোর্ট কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের টুজি পলিসিকে দুর্নীতিগ্রস্ত ও অসৎ বলে উল্লেখ করেছিল৷

Advertisement

[অভিযোগ প্রমাণে ব্যর্থ সিবিআই, 2G কেলেঙ্কারিতে রেহাই রাজা-কানিমোঝির]

আদালত তার নির্দেশে এদিন জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও সাক্ষ্যপ্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে সিবিআই৷ বিচারক ওপি সাইনি বলেন, ‘আমার বলতে কোনও দ্বিধা নেই যে সিবিআই এই মামলায় উপযুক্ত নথি-প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে৷’ কংগ্রেস-সহ ডিএমকে নেতৃত্ব এই রায়ে অক্সিজেন পেয়েছে৷ কিন্তু কংগ্রেসকে এই নিয়ে জমি ছাড়তে নারাজ বিজেপি৷ ২০১৪-র লোকসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে টুজি কেলেঙ্কারিকে অন্যতম হাতিয়ার করে বিজেপি৷ কিন্তু আদালত তার রায়ে এদিন জানিয়ে দিল, টুজি স্পেকট্রাম বণ্টন নিয়ে কোনও দুর্নীতি হয়নি৷ জেটলি হুঁশিয়ারি দিয়েছেন, কংগ্রেস যেন এই রায়কে ‘ব্যাজ অফ অনার’ হিসাবে না নেয়৷ তিনি বলেন, ‘২০১২-র ফেব্রুয়ারিতে শীর্ষ আদালত টুজি নীতিকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেছিল৷’

জেটলির অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রভাবশালীদের মধ্যে টুজি স্পেকট্রাম বিলিয়ে দেওয়া হয়৷ আগে এলে আগে পাওয়া যাবে এই নীতিতে স্পেকট্রাম বণ্টনের কথা ঘোষণা করা হলেও আগে থেকেই ঠিক করা ছিল কাদের এই স্পেকট্রাম দেওয়া হবে৷ জেটলির মন্তব্য, ‘বেনিযমের অভিযোগে সুপ্রিম কোর্ট পুরনো নীতি বাতিল করে কেন্দ্রকে নতুন করে অনলাইনে নিলামের নির্দেশ দেয়৷’ শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, আদালতের এই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টের স্বারস্থ হতে চলেছে সিবিআই৷

[অভিষেকেই বোল্ড, রাজ্যসভায় প্রথমবার বক্তব্য রাখা হল না শচীনের]

The post সিবিআই আদালতকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি, হাতিয়ার সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement