shono
Advertisement
Jammu and Kashmir

পাক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগ! কাশ্মীরে বরখাস্ত ৩ সরকারি কর্মচারী, ঠাঁই শ্রীঘরে

তিন অভিযুক্তের একজন কাশ্মীর পুলিশের কর্মী।
Published By: Kishore GhoshPosted: 03:50 PM Jun 03, 2025Updated: 03:50 PM Jun 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে জম্মু ও কাশ্মীরের তিন সরকারি কর্মচারীকে বরখাস্ত করলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। সূত্রের খবর, অভিযুক্তরা পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর এবং হিজবুলের হয়ে কাজ করত। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ ভারতীয়কে গুলি করে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফ। এই আবহে উপত্য়কায় সরকারি কর্মচারীদের জঙ্গিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন পুলিশ কনেস্টবল মালিক ইসফাক নাসির, এছাড়া স্কুল শিক্ষক আজিজ আহমেদ এবং শ্রীনগরের সরকারি মেডিক্যাল কলেজের কর্মী ওয়াসিম আহমেদ খান। গ্রেপ্তারির পর তিন জনেরই শ্রীঘর ঠাঁই হয়েছে। এক তদন্তকারীর বক্তব্য, পুলিশ এবং অন্য সরকারি অফিসের কর্মীরা সন্ত্রাসবাদীদের সহযোগী, এই ঘটনা অত্যন্ত বিপজ্জনক। দ্রুত উপযুক্ত ব্যবস্থা না নিলে বড় দাম দিতে হবে।

ইসফাক নাসির ২০০৭ সালে জম্মু ও কাশ্মীর পুলিশে যোগ দেয়। ২০১৯ সালে একটি জঙ্গিদমন অভিযানে ইসফাকের ভাই আসিফ নাসিরকে হত্যা করে নিরাপত্তারক্ষীরা। সম্প্রতি একটি অস্ত্র পাচারের তদন্তে ইসফাকের জঙ্গিযোগ ফাঁস হয়। স্কুল শিক্ষক আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ, পুঞ্চ এলাকায় জঙ্গিদের অস্ত্র পাচারে সাহায্য করত সে। ২০০৭ সালে স্বাস্থ্য বিভাগে যোগ দেয় ওসাসিম খান। সাংবাদিক সুজাত বুখারি এবং তাঁর দুই নিরাপত্তারক্ষীকে হত্যার ঘটনায় ওয়াসিমের নাম জড়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইসফাক নাসির ২০০৭ সালে জম্মু ও কাশ্মীর পুলিশে যোগ দেয়।
  • ২০০৭ সালে স্বাস্থ্য বিভাগে যোগ দেয় ওসাসিম খান।
Advertisement