shono
Advertisement

বন্ধ ৪০০ পেট্রল পাম্প, জনতার হয়রানির জন্য বিজেপিকেই দুষছেন কেজরি

কেন পেট্রল পাম্প বন্ধের সিদ্ধান্ত? The post বন্ধ ৪০০ পেট্রল পাম্প, জনতার হয়রানির জন্য বিজেপিকেই দুষছেন কেজরি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:55 PM Oct 22, 2018Updated: 12:55 PM Oct 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও বাড়ছে পেট্রলের দাম তো আবার কখনও ঊর্ধ্বমুখী ডিজেলের দাম৷ তেলের দাম কমা বাড়ায় নাভিশ্বাস আমজনতার৷ এবার রাজধানীতে নতুন সমস্যা৷ সপ্তাহের শুরুতেই ভোগান্তির শিকার রাজধানীবাসী৷ সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৫টা পর্যন্ত মোট ৪০০টি পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত দিল্লি পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের৷ পেট্রল-ডিজেলে কেজরিওয়াল সরকার ভ্যাট না কমানোয় এহেন পদক্ষেপ দিল্লি পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের৷ যদিও বিজেপি চক্রান্ত করে এই বনধ ডেকেছে বলেই দাবি কেজরিওয়াল সরকারের৷  

Advertisement

[ভারতীয় ভূখণ্ডে পাক-সেনার হামলা, শহিদ তিন জওয়ান]

[সুপ্রিম রায়ের বিরোধিতা, আজ থেকে বন্ধ সবরীমালার দরজা]

দিল্লি পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, এই ৪০০টি পেট্রল পাম্পের সঙ্গে জড়িয়ে রয়েছে সিএনজি স্টেশনও৷ পেট্রল-ডিজেল চালিত গাড়ি ছাড়াও সিএনজি চালিত অটো-ট্যাক্সিচালকদেরও এই বনধের জেরে সমস্যায় পড়তে হয়৷ যাঁদের কাছে পেট্রল পাম্প বন্ধ থাকার খবর ছিল, তাঁরা সময়ের আগেই ভিড় জমান পেট্রল পাম্পগুলিতে৷ তবে যাঁদের কাছে খবর ছিল না, সমস্যায় পড়েন তাঁরাই৷ কারণ সপ্তাহের শুরুতে সোমবার অটো-ট্যাক্সির ব্যবহার সব থেকে বেশি হয়, আর তার জেরে টানা ২৪ ঘণ্টা বনধে টান পড়ে অনেকের রুটিরুজিতে৷

[মহাকাল মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি লস্করের, জোরদার নিরাপত্তা]

একশোর গণ্ডি ছোঁয়ার আগে ক্রমশই ভারতে কমছে জ্বালানি তেলের মূল্য৷ উৎসবের মরশুমে কমে তেলের দাম৷ সোমবার নতুন করে দাম কমে জ্বালানি তেল পেট্রল এবং ডিজেলের। সপ্তাহের শুরুতে দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ৮১ টাকা ৪৪ পয়সা৷ এদিন ৩০ পয়সা কমে পেট্রলের দাম৷ ২৭ পয়সা কমে এদিন রাজধানীতে ডিজেলের দাম ৭৪ টাকা ৯২ পয়সা৷ দাম কমলেও দিল্লিতে সোমবার সকাল থেকে মোট ৪০০টি পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্তে নাকাল রাজধানীবাসী৷

The post বন্ধ ৪০০ পেট্রল পাম্প, জনতার হয়রানির জন্য বিজেপিকেই দুষছেন কেজরি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement