সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুশির মহলে বিষাদের সুর! পুণে থেকে মাহাদে বিয়ে বাড়ি যাওয়ার পথে বাস উলটে মৃত্যু হল একই পরিবারে ৪ জনের। মৃত্যু হয়েছে এক বাস কর্মীরও।২৭ জন গুরুতর আহত হয়েছেন। বাস কর্মীদের মিলিয়ে সেই সংখ্যাটা ৩৪। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের তামহিনি ঘাট এলাকায়। কী করে দুর্ঘটনা ঘটল তদন্তে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুণে শহরের লোহেগাঁও থেকে যাদব পরিবারের সদস্য ও আত্মীয়রা একটি বেসরকারি বাসে মাহাদের বিরাদওয়াড়িতে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় রায়গড় জেলার তামহিনি এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। মৃতদের মধ্যে রয়েছেন এক বাসকর্মীও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে দুইজন পুরুষ। বাকিরা মহিলা। মৃতদের নাম বন্দনা রাকেশ সপকাল, সঙ্গীতা ধনঞ্জয় যাদব, শিল্পা প্রদীপ পাওয়ার। গৌরব ধনওয়াড়ে এবং গণেশ ইঙ্গলে। এঁদের মধ্যে গণেশ বাসের কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহত ও মৃতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ। কী করে এই দুর্ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার ও আত্মীয়দের মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া পরিবারে।