সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের দুপুরে ভেঙে পড়ল হুমায়ুনের সৌধের একাংশ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। ধ্বংসস্তূপের আড়ালে চাপা পড়েছেন অন্তত ৭ জন। এমনই দাবি সংবাদ সংস্থা পিটিআইয়ের। জানা গিয়েছে, দুপুর ৩টে ৫১ মিনিটে দুর্ঘটনা ঘটেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। পুরোদমে চলছে উদ্ধারকাজ। এগারো জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতদের মধ্যে তিনজন মহিলা ও দু'জন পুরুষ। দিল্লির নিজামুদ্দিনে আতঙ্ক ছড়িয়েছে যাকে ঘিরে। এখনও পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা গিয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
হুমায়ুনের কবরকে ইউনেস্কো ইতিমধ্যেই 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' বলে ঘোষণা করা হয়েছে। ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে তৈরি ওই কবর নির্মিত হয়েছিল। প্রতি বছরই অসংখ্য পর্যটক আসেন এখানে। স্বাধীনতা দিবসেও অনেকে এসেছিলেন। কিন্তু আচমকাই ঘটে গেল দুর্ঘটনা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই দুর্ঘটনাকে ঘিরে।
