shono
Advertisement
Tamil Nadu

ব্রিজে উঠেই বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষ, ভয়ংকর দুর্ঘটনা তামিলনাড়ুতে, মৃত ৫

তাঞ্জিভুর-তিরুচিরাপল্লী জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছে।
Published By: Kishore GhoshPosted: 09:40 AM May 22, 2025Updated: 10:40 AM May 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি বাস এবং টেম্পোর মুখোমুখি সংঘর্ষ। বুধবার রাতে তামিলনাড়ুতে ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে সেংঘিকিপট্টি ব্রিজের উপরে তাঞ্জিভুর-তিরুচিরাপল্লী জাতীয় সড়কে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জেলাশাসক প্রিয়াঙ্কা বালাসুব্রাহ্মণ্যম।

Advertisement

এর আগে গত ২০ মে রাজ্যের শিবগঙ্গা জেলায় একটি দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচ শ্রমিকের। গুরুতর আহত হন একজন। মাল্লাকোট্টাইয়ের ওই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। মৃতদের পরিবারগুলিকে সমবেদনা জানিয়ে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেন। গুরুতর আহত ব্যক্তিকে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য করে তামিলনাড়ু সরকার।

এর আগে গত ১৮ মে দক্ষিণের আরেক রাজ্য কর্নাটকে একটি দুর্ঘটনায় একই পরিবারের চার জনের মর্মান্তিক মৃত্যু হয়। চিত্রদূর্গ জেলার ওই দুর্ঘটনায় আরও এক যুবক আহত হন। ঘটনার দিন রাতে একটি অনুষ্ঠান সেরে চার জন ফিরছিলেন। গন্তব্য ছিল শিবামোজ্ঞা। গাড়িটি হোলাকিরের কাছে আসতেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা সামনের একটি ট্রাক্টরকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এর আগে গত ২০ মে রাজ্যের শিবগঙ্গা জেলায় একটি দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচ শ্রমিকের।
  • ১৮ মে দক্ষিণের আরেক রাজ্য কর্নাটকে একটি দুর্ঘটনায় একই পরিবারের চার জনের মর্মান্তিক মৃত্যু হয়।
Advertisement