shono
Advertisement
Uttar Pradesh

দাউদাউ করে জ্বলছে ছুটন্ত বাস! লখনউয়ে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু ৫ যাত্রীর

অভিযোগের আঙুল উঠেছে বাস চালকের বিরুদ্ধে।
Published By: Kishore GhoshPosted: 12:41 PM May 15, 2025Updated: 12:49 PM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে জানত বিলাসবহুল স্লিপার ক্লাস বাসই হয়ে উঠবে জতুগৃহ, ঘটে যাবে ভয়ংকর দুর্ঘটনা! লখনউয়ে চলন্ত বাসে আগুন ধরে মৃত্যু হল দুই শিশু-সহ পাঁচ জনের। যাত্রীদের ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারের ঘটনাটি শহরের মোহনলালগঞ্জ এলাকার। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। অভিযোগের আঙুল উঠেছে বাস চালকের বিরুদ্ধে। কীভাবে ঘটল দুর্ঘটনা?

Advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, পথচারীরা চলন্ত বাসে আগুন দেখতে পেয়েছিলেন। তাঁরা চালককে সতর্ক করার চেষ্টা করেন। যদিও সেই কথায় কান না দিয়ে ওই অবস্থায় বাসটিকে এক কিলোমিটার নিয়ে যান চালক। এক সময় গোটা বাস দাউ দাউ করে জ্বলে উঠলে বাস থামিয়ে পালিয়ে যান চালক ও কন্ডাক্টর। বাসের দরজা বন্ধ থাকায় ভিতরে আটকে পড়েন যাত্রীরা। প্রাণ বাঁচাতে অনেকে বাসের জানলা ভেঙে লাফ মারেন। এরপরেও বাসের পিছনের দিকে থাকা যাত্রীরা আটকে পড়েন। মনে করা হচ্ছে, তাঁদেরই ঝলসে মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি বিহারের বেগুসরাই থেকে দিল্লি যাচ্ছিল। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ মোহনলালগঞ্জ থানায় খবর আসে ওই স্লিপার বাসে আগুন লাগে। মৃতদের মধ্যে দু’জন মহিলা, দুই শিশু এবং এক জন পুরুষ রয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা হয়েছে। বাসে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত করে দেখছে পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রত্যক্ষদর্শীদের দাবি, পথচারীরা বাসে আগুন দেখতে পেয়েছিলেন।
  • বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ মোহনলালগঞ্জ থানায় খবর আসে একটি স্লিপার বাসে আগুন লেগেছে।
Advertisement