সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসার পর থেকেই স্বচ্ছ ভারত অভিযানের দিকে নজর দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। এছাড়াও গ্রাম হোক কিংবা শহর প্রকাশ্যে শৌচকর্ম যাতে বন্ধ হয়, সেজন্য বিভিন্নভাবে প্রচারের ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু এখনও এদেশের মানুষ প্রকাশ্যে শৌচকর্ম করে থাকেন। বাড়িতে শৌচালয় না তৈরি করলে কেটে দেওয়া হবে বিদ্যুৎ পরিষেবা। কয়েকদিন আগেই এই নির্দেশিকা জারি করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন রাজস্থানের এক সরকারি আধিকারিক। এবার সামনে এল আরও একটি অবাক করা ঘটনা। প্রকাশ্যে শৌচকর্ম করায় জোর করে ময়লা পরিষ্কার করতে হল ৬ বছরের এক স্কুল ছাত্রীকে।
[হিন্দুদের সম্পত্তি ‘কাড়ছে’ মুসলিমরা, প্রতিরোধে বিশেষ আইনের দাবি বিজেপি বিধায়কের]
অমানবিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাত্তারপুরে। জানা গিয়েছে, স্কুলে শৌচালয় না থাকায় প্রকাশ্যে শৌচকর্ম করতে বাধ্য হয় লাভ-কুশনগরের গুদাওয়ারা গ্রামের বছর ছয়েকের এক স্কুল ছাত্রী। তখনই তাকে হাতনাতে ধরে ফেলে এক যুবক। কেন ওই ছাত্রী প্রকাশ্যে শৌচকর্ম করছিল সে প্রশ্নও করা হয়। এরপরই ওই ছাত্রীকে দিয়ে জোর করে ময়লা পরিষ্কারও করায় ওই যুবক। এ ব্যাপারে একাধিক আইন তৈরি হলেও ফের এই ঘটনায় ওই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
[ফুলবাগানে নাবালিকা বধূর রহস্যজনক মৃত্যু, উঠছে নির্যাতনের অভিযোগ]
ইতিমধ্যে ওই যুবকের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি ৩৭৪, ৫০৪, ২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জুভেনাইল জাস্টিস আইন, তফশীলি জাতি এবং উপজাতি আইনেও মামলা দায়ের হয়েছে।
[পাকিস্তানকে বেনজির তুলোধোনা ট্রাম্পের, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি]
The post প্রকাশ্যে শৌচকর্ম করায় নাবালিকাকে কী শাস্তি দেওয়া হল জানেন? appeared first on Sangbad Pratidin.
