shono
Advertisement

দেশে করোনার বলি আরও এক বিদেশি, দিল্লিতে প্রাণ হারালেন ইয়েমেনের নাগরিক

লিভারদাতা হিসেবে চলতি মাসেই এ দেশে এসেছিলেন তিনি। The post দেশে করোনার বলি আরও এক বিদেশি, দিল্লিতে প্রাণ হারালেন ইয়েমেনের নাগরিক appeared first on Sangbad Pratidin.
Posted: 09:15 AM Mar 28, 2020Updated: 10:21 AM Mar 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মাটিতে করোনার বলি আরও এক বিদেশি। রাজধানী দিল্লির এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হল ৬০ বছরের ইয়েমেনের এক নাগরিকের।

Advertisement

শুক্রবার দিল্লি স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, লিভারদাতা হিসেবে চলতি মাসেই এ দেশে এসেছিলেন তিনি। গত ২৪ মার্চ হাসপাতালে
গিয়েছিলেন সেই সংক্রান্ত কিছু পরীক্ষা করাতে। ঠিক সেই সময়ই অসুস্থ বোধ করেন তিনি। চেতনা হারিয়ে মাটিতে লুটিয়েও পড়েন। করোনা
আবহে বৃদ্ধ ইয়েমেন থেকে আসায় কোনও ঝুঁকি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে দুটি ল্যাবে পরীক্ষা করে দেখা
হয়। বৃহস্পতিবারই জানা যায়, তিনি COVID-19 ভাইরাসে আক্রান্ত। বিষয়টি নিশ্চিত করতে তৃতীয়বার তাঁর নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। এবার নমুনা যায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। নতুন কিট ব্যবহার করে পরীক্ষার পর সেখানেও একই রিপোর্ট আসে। শুরু হয় চিকিৎসা। তবে শুক্রবারই মারণ ভাইরাসের কাছে হার মানেন তিনি।

[আরও পড়ুন: পাশে দাঁড়ানোর চেষ্টা, ৩০ লক্ষ পরিবারের দু’বেলা খাওয়ার ব্যবস্থা করছে বঙ্গ বিজেপি]

দিল্লিতে করোনার কবলে চল্লিশেরও বেশি মানুষ। এর আগে করোনায় প্রাণ হারিয়েছিলেন পশ্চিম দিল্লির ৬৮ বছরের এক মহিলা। রাজধানীতে
অন্য একটি মৃত্যুকে প্রথম করোনা রোগের বলি বললেও পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন তিনি। পরীক্ষায় তাঁর করোনা
নেগেটিভ এসেছিল। তাই ইয়েমেনর বৃদ্ধকে নিয়ে দিল্লিতে মৃতের সংখ্যা আপাতত দুই।

দেশে চতুর্থ সপ্তাহে পা রেখেছে মারণ ভাইরাস। আর যতদিন যাচ্ছে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাটা। দেশের মধ্যে সবচেয়ে বিপর্যস্ত অবস্থা
মহারাষ্ট্রের। কর্ণাটকেও হু হু করে বাড়ছে প্রকোপ। এ রাজ্যে শুক্রবারই নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচজন। বাংলায় ১৫ জনের শরীরে মিলেছে
ভাইরাস। মৃত্যু হয়েছে একজনের। গোটা দেশে মৃতের সংখ্যা ১৯। এর আগে দুই বিদেশি এ দেশে প্রাণ হারিয়েছিলেন। এবার মৃত্যু হল
ইয়েমেনবাসীর। তাই বিদেশি-সহ মৃত ২২জন।

[আরও পড়ুন: বিদেশ থেকে ফিরেই বিয়েবাড়িতে হাজির, করোনা আক্রান্ত যুবকের কাণ্ডে আতঙ্কে নিমন্ত্রিতরা]

The post দেশে করোনার বলি আরও এক বিদেশি, দিল্লিতে প্রাণ হারালেন ইয়েমেনের নাগরিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement