shono
Advertisement
Madhya Pradesh

'কোথায় গেল ৭ কোটি?' মঞ্চেই মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীকে প্রশ্ন বিজেপি বিধায়কের

সুযোগ বুঝে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনল কংগ্রেস।
Published By: Kishore GhoshPosted: 08:53 PM Jan 21, 2025Updated: 08:53 PM Jan 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্য়প্রদেশে বিজেপি ভার্সেস বিজেপি! ভরা মঞ্চে উপমুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুড়লেন বিজেপি বিধায়ক---স্বাস্থ্যখাতের সাত কোটি টাকা কোথায় গেল? আচমকা এমন প্রশ্নে বেজায় অস্বস্তিতে পড়েন উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্ল। এদিকে বিজেপির দলীয় কোন্দলের সুযোগ নিচ্ছে কংগ্রেস। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে তারা।

Advertisement

সিধি জেলায় একটি অনুষ্ঠানে ছিলেন উপমুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রীকি পাঠক। নিজের বক্ততার মাঝে উপমুখ্যমন্ত্রীর প্রতি আক্রমণ শানান মহিলা বিধায়ক। রীকি অভিযোগ করেন, হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য সাত কোটি টাকার জন্য আবেদন করেছিলেন স্বাস্থ্য দপ্তরে। মুখ্যমন্ত্রী সম্মতিও দিয়েছিলেন। কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে সেই টাকা উধাও হয়ে গিয়েছে।

উল্লেখ্য, স্বাস্থ্য দপ্তর দায়িত্বে রয়েছেন উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লই। ভরামঞ্চেই বিজেপি বিধায়ক বলেন, "৬-৭ বার আপনাকে চিঠি লিখে জানিয়েছি। কিন্তু কোনও উত্তর পাইনি।" পরে ওই বিধায়ক আরও বলেন, মঞ্চে স্বাস্থ্যমন্ত্রী সশরীরে ছিলেন। বলার জন্য এটাই সেরা সময় ছিল। চাঁচাছোলা ভাষায় রিকার মন্তব্য, স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ছে। তাই মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি আমি।

বলা বাহুল্য, ভরাসভায় দলীয় বিধায়ক সরাসরি উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করায় বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। বিজেপি বিধায়কের এই প্রশ্নকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পটওয়ারি কটাক্ষ করেছেন, বিজেপি তার বিধায়কের কথাই শুনছে না। আমজনতার কথা শোনার প্রশ্নই উঠছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্বাস্থ্য দপ্তর দায়িত্বে রয়েছেন উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লই।
  • ভরা সভায় দলীয় বিধায়ক সরাসরি উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করায় বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
Advertisement