সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র দু’সপ্তাহ আগেই অগ্নিনির্বাপণ পরীক্ষায় ব্যর্থ হয়েছিল মুম্বইয়ের আন্ধেরির এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনের হাসপাতাল। আধিকারিকরা হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থার দ্রুত উন্নতির নির্দেশ দিয়েছিলেন। হাসপাতালের অডিট রিপোর্টে এমনটাই জানা গিয়েছে। অথচ, কর্তৃপক্ষ এ নিয়ে কোনও হেলদোল করেনি। যার জেরেই প্রাণ হারাতে হল ১০ জনকে। সোমবার সন্ধেবেলা ভয়াবহ আগুন লাগে আন্ধেরির সরকারি হাসপাতালটিতে। সেই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ জন। এদের মধ্যে রয়েছে একটি পাঁচ মাসের শিশুও। একজন মহিলাও রয়েছেন। দমকলকর্মীরা জানাচ্ছেন অধিকাংশের মৃত্যু হয়েছে শ্বাসকষ্টে। একজন মহিলার মৃত্যু হয়েছে উদ্ধার করে নামানোর সময় ল্যাডার থেকে পড়ে গিয়ে।
[মুম্বইয়ে সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৫]
মুম্বইয়ের আন্ধেরির এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনের হাসপাতালে আগুন লাগে সোমবার বিকেল চারটে নাগাদ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। এবং ১৫টি জলের ট্যাঙ্কার। ততক্ষণে অবশ্য আগুন ছড়িয়ে পড়েছে হাসপাতালটির পঞ্চম তলে। বিল্ডিংয়ের বাইরে থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছিল। গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। কাল রাতভর তল্লাশির পর ১৫৭ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
[শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত মহিলা, হামলা পরিবারের উপরও]
এদিকে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় শ্রম এবং রোজগার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার এই ক্ষতিপূরণ ঘোষণা করেন। গুরুতর আহতদেরও ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার। যাঁদের আঘাতের পরিমাণ কম, তাঁদের জন্য ১ লক্ষ টাকা আর্থিক অনুদান ঘোষণা করা হয়েছে। এদিকে, আগুন লাগার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। কর্তৃপক্ষের ধারণা, হাসপাতালের বিল্ডিং সম্প্রসারণের জন্য নির্মাণ সামগ্রী কেনা হয়েছিল। সেই নির্মাণ সামগ্রীতেই প্রথম আগুন লাগে। এবং তা সেখান থেকে ছড়িয়ে পড়ে।
The post অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি, মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু ১০ জনের appeared first on Sangbad Pratidin.