সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার ধর্ষণের অভিযোগ যোগীরাজ্যে। এবার বিয়েবাড়িতে ৮ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় ৪৭ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, গত ২৪ এপ্রিল বিশারতগঞ্জ থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়। ওই নাবালিকার পরিবারের তরফে দাবি করা হয়, একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁরা। সেখানেই ওই নাবালিকাকে একা পেয়ে ধর্ষণ করে নন্দকিশোর নামে এক ব্যক্তি। অভিযোগ দায়ের হওয়ার পরই পুলিশের তরফে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়।
এরপর গত সোমবার বিশারতগঞ্জ-আত্রাঞ্চেদি এলাকা থেকে অভিযুক্ত নন্দকিশোরকে গ্রেপ্তার করা হয়। সোমবারই অভিযুক্তকে আদালতে তোলে পুলিশ। দু’পক্ষের সওয়াল জবাব শেষে অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বিশারতগঞ্জ স্টেশন হাউস থানার তদন্তকারী আধিকারিক সতীশ কুমার বলেন, অভিযুক্ত পুলিশের জেরায় স্বীকার করেছে গত ২৪ এপ্রিল একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিল সে। সেখানে নাবালিকাকে একা পেয়ে অনুষ্ঠান চলাকালীনই ধর্ষণ করে।
অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অংশিকা ভার্মা জানান, ২৪শে এপ্রিল বিশারতগঞ্জ থানায় এক ব্যক্তির নামে নাবালিকা ধর্ষণের অভিযোগ দায়ের হয়। বিষয়টি সামনে আসতেই পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, উন্নাও-হাথরসের মতো একাধিক ধর্ষণের ঘটনায় বারবার প্রশ্ন উঠছে, উত্তরপ্রদেশে কি আদৌ নারীরা সুরক্ষিত? বিয়েবাড়িতে নাবালিকাকে ধর্ষণে আবার জোরদার হল সেই প্রশ্ন।
