shono
Advertisement
Rajasthan

৯ বছরের শিশুরও হৃদরোগে মৃত্যু! রাজস্থানে টিফিনবক্সের উপরে হঠাৎ ঢলে পড়ল চতুর্থ শ্রেণির ছাত্রী!

দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি শিশুটিকে।
Published By: Kishore GhoshPosted: 09:04 AM Jul 17, 2025Updated: 09:09 AM Jul 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ বছর বয়স, চতুর্থ শ্রেণির ছাত্রী। টিফিনবেলায় খেতে বসেছিল শিশুকন্যা। যদিও খাওয়া আর হয়নি তার। আচমকা সংজ্ঞা হারিয়ে পড়ে যায় সে। শিক্ষকরা ছুটে আসেন। দ্রুত স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় বড় হাসপাতালে। যদিও বাঁচানো যায়নি তাকে। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের একটি স্কুলে।

Advertisement

রাজস্থানের সীকর জেলার দান্তা শহরের ঘটনা। মৃত্যু হয়েছে ৯ বছরের প্রাচী কুমাওয়াতের। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রাচীর কোনও রকম শারীরিক অসুস্থতা ছিল না। যদিও সীকরের আদর্শ বিদ্যামন্দির স্কুলের প্রিন্সিপাল নন্দকিশোর তিওয়ারি জানিয়েছেন, গত তিন-চার দিন স্কুলে অনুপস্থিত ছিল প্রাচী। তার সামান্য ঠান্ডা লেগেছিল। তবে সোমবার থেকে সে স্কুলে আসছিল। তাকে অসুস্থ বলেও মনে হয়নি। খেলাধুলো করছিল, প্রার্থনায় যোগ দেয়, বেশ কয়েকটি ক্লাসও করে। এর পর টিফিনের বিরতির সময়ে লাঞ্চবক্সের উপরে হেলে পড়ে সে।

চিকিৎসকরা বলছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে থাকতে পারে প্রাচী। তার শরীরের লক্ষণগুলি সে দিকেই ইঙ্গিত করছিল। হাসপাতালের এক চিকিৎসক জানান, ৯ বছরের শিশুকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তখন তার হৃৎস্পন্দন ছিল না। সিপিআর দিয়েও লাভ হয়নি। অক্সিজেন এবং জরুরি সমস্ত ওষুধ দিয়ে বাঁচানো যায়নি। প্রাচীর আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবার ও প্রতিবেশীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজস্থানের সীকর জেলার দান্তা শহরের ঘটনা। মৃত্যু হয়েছে ৯ বছরের প্রাচী কুমাওয়াতের।
  • চিকিৎসকরা বলছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে থাকতে পারে প্রাচী।
Advertisement