shono
Advertisement
Noida

মহিলার পেটে হাফ মিটারের কাপড়: আদালতের নির্দেশে হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে মামলা

৬ জন অভিযুক্তের বিরুদ্ধে FIR রুজু করেছে পুলিশ।
Published By: Kishore GhoshPosted: 09:37 PM Dec 28, 2025Updated: 10:39 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলার পেটের ভিতর মিলল হাফ মিটারের কাপড়ের টুকরো মিলেছিল! ২০২৩ সালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি। যদিও অপরেশনের কিছুদিন পর থেকে নতুন করে যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। শেষ পর্যন্ত ২০২৫ সালে অপারেশন করে বের করা হয় পেটের মধ্যে থাকা কাপড়ের টুকরো। এই ঘটনায় আদালতের নির্দেশে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ১৪ নভেম্বর অন্তঃসত্ত্বা মহিলার অস্ত্রোপচার হয়েছিল। তখনই চিকিৎসক এবং সহকারীদের গাফিলতিতে পেটের ভিতরে থেকে যায় হাফ মিটার দীর্ঘ ওই কাপড়ের টুকরো। ফলে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফেরার পরেও পেটের ব্যথা সারছিল না মহিলার। এর জন্য একাধিক চিকিৎসকের কাছে গিয়ে, বেশ কয়েকটি হাসপাতাল ঘুরেও লাভ হয়নি। পেটের ভিতরে যে কাপড়ের টুকরো থাকতে পারে, সেই কারণেই যন্ত্রণা, এমনটা ভাবতে পারেনি কেউ।

শেষ পর্যন্ত চলতি বছরের এপ্রিলে নয়ডারই অন্য একটি হাসপাতালের চিকিৎসকের পরামর্শে মহিলার পেটের পরীক্ষা করা হয়। সেই রিপোর্টে বোঝা যায় তাঁর পেটের ভিতরে কিছু রয়েছে। দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসক। সেই মতো অস্ত্রোপচার হলে পেটের ভিতর থেকে বের হয় দেড় মিটার লম্বা একটি কাপড়। যেটি আদতে দু'বছর আগে চিকিৎসক এবং তাঁর সহকর্মীদের গাফিলতিতে প্রসবের সময় মহিলার পেটের ভিতরে থেকে গিয়েছিল।

এই ঘটনা সামনে আসতেই জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মহিলার স্বামী। তাতেও অবশ্য শুরুতে কাজ হয়নি। এরপর আদালতের দ্বারস্থ হন ওই মহিলা এবং তাঁর স্বামী। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে চিকিৎসক, স্বাস্থ্য আধিকারিক-সহ মোট ছ’জনের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ১৪ নভেম্বর অন্তঃসত্ত্বা মহিলার অস্ত্রোপচার হয়েছিল।
  • এই ঘটনা সামনে আসতেই জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মহিলার স্বামী।
Advertisement