shono
Advertisement
Tamil Nadu

বাস চালাতে চালাতেই হৃদরোগে আক্রান্ত চালক! শেষ মুহূর্তে স্টিয়ারিং ধরে যাত্রীদের বাঁচালেন কন্ডাক্টর

ভাইরাল হয়েছে আতঙ্কের সিসিটিভি ফুটেজ।
Published By: Kishore GhoshPosted: 06:52 PM May 24, 2025Updated: 07:28 PM May 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দুর্ঘটনা ঘটে যেতে পারত। মৃত্যু হতে পারত অসংখ্য বাসযাত্রীর। কিন্তু কন্ডাক্টরের প্রত্যুতপন্নমতিত্বে বেঁচে গেলেন সকলে। এমনকী আহত হননি কেউ। অথচ বাস চালাতে চালাতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন চালক। নিজের আসনে বসেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তখনই ছুটে আসেন কন্ডাক্টর। লাফিয়ে পড়ে বাসের ব্রেক কষেন। 'গেল গেল রব' উঠলেও ক্ষতি হয়নি কারও। ভাইরাল হয়েছে এই ঘটনার বাসের সিসিটিভি ফুটেজ।

Advertisement

ঘটনটি শুক্রবারের। তামিলনাড়ুর ডিন্ডিগুলে জেলার। মৃত বাস চালকের নাম প্রভু। একটি বেসরকারি বাসটি পুদুকোট্টাইয়ের দিকে যাচ্ছিল। কনকপট্টি পার হতেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন চালক প্রভু। সে কথা কন্ডাক্টরকেও জানান তিনি। তার ঠিক কয়েক মিনিটের মধ্যেই কেউ কিছু বুঝে ওঠার আগেই তাঁর আসন থেকে পড়ে যান প্রভু। বাস তখনও ভালো গতিতে ছুটছিল। অবধারিত ছিল দুর্ঘটনা। কিন্তু তেমন কিছু ঘটার আগেই কন্ডাক্টর ছুটে আসেন। আপৎকালীন ব্রেক কষে থামিয়ে দেন বাসটিকে। এর ফলেই প্রাণে বাঁচেন ওই বাসে থাকা ৩০-৪০ জন যাত্রী। বাস চালাতে চালাতে চালককে জ্ঞান হারাতে দেখে যাঁরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। বিপদ হতে পারত পথচলতি মানুষেরও। যদিও এযাত্রায় সকলেই রক্ষা পান কন্ডাক্টরের প্রত্যুতপন্নমতিত্বে।

এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বাসের ভিতরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কন্ডাক্টর এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বছর নভেম্বর মাসে একই ধরনের ঘটনা ঘটেছিল বেঙ্গালুরুতে। যশবন্তপুরে বাস চালাতে চালাতে হৃদরোগে আক্রান্ত হন ৩৯ বছরের বাস চালক কিরণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘটনটি শুক্রবারের। তামিলনাড়ুর ডিন্ডিগুলে জেলার। মৃত বাস চালকের নাম প্রভু।
  • এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বাসের ভিতরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • এই ঘটনায় একটি অস্বাভাবিক মামলা রুজু করেছে পুলিশ।
Advertisement