সামান্য কারণে ঝগড়া থেকে গুজরাটে এক প্রৌঢ়কে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল। এলাকার একটি 'রক' বা বারান্দায় বসা নিয়ে বচসা বাঁধে চার প্রতিবেশীর মধ্যে। যে ঝগড়া শুরু হয়েছিল দু'চার কথায়, মজার ছলে, এক সময় তাই পরিণত হয় নৃশংস হত্যাকাণ্ডে। এই ঘটনায় অভিযুক্ত দুই মহিলা-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বছর ৫০-এর মৃত ব্যক্তির নাম কারসান মাহেশ্বরী। গান্ধীধাম শহরের বাসিন্দা তিনি। এলাকার একটি রকে বসা নিয়ে প্রতিবেশী তিন ব্যক্তির সঙ্গে বচসা বাঁধে তাঁর। হালকা চালে কথা শুরু হলেও এক সময় তিন প্রতিবেশী পুরুষ ও মহিলা হামলা চালায় কারসানের উপরে। রক্ষা পেতে নিজের স্নানঘরে ঢুকে পড়েন তিনি। সেখানে তাড়া করে ঢুকে কারসানের গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা।
আগুনে পুড়ে গুরুতর আহত হন কারসান। দ্রুত তাঁকে ভুজের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। পলাতক তিন অভিযুক্তকে ঘণ্টা খানিকের মধ্যে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রৌঢ়ের উপর হামলা চালিয়েছে প্রেমীলাবেন নরেশভাই মাতাং (৩০), অঞ্জুবেন (ওরফে আজিবেন) হরেশভাই মাতং (৩৬), এবং চিমনারাম গোমারাম মারওয়াড়ি (৪৭)। চতুর্থ অভিযুক্ত মঞ্জুবেন লাহিড়ীভাই মহেশ্বরীর খোঁজে রয়েছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খুনের পিছনে অন্য কোনও কারণ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
