সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে ৪৭ রাইফেল-সহ এক ভারতীয় জওয়ান নিখোঁজ হওয়ার ঘটনায় বুধবার সাতসকালে নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠল কাশ্মীরের পাম্পোরা৷ ভারত-পাক সীমান্ত প্রহরার কাজ শেষ করে ব্যারাকে ফিরছিলেন রাষ্ট্রীয় রাইফেলসের এক জওয়ান৷ ব্যারাকে ফেরার পথে নিখোঁজ হয়ে যান ওই জওয়ান৷ ভারতীয় সেনার অনুমান, সবার অলক্ষ্যে ওই জওয়ানকে অপহরণ করেছে পাক জঙ্গিরা৷ ইতিমধ্যেই জওয়ানের খোঁজে নাকা-তল্লাশি শুরু হয়েছে৷ হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর তরফে গোটা ঘটনার দায় স্বীকার করা হয়েছে৷ বিবৃতি জারি করে হিজবুল মুজাহিদিনের তরফে জানানো হয়েছে, ভারতীয় সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইরফান আহমেদ ধর নামের ওই নিখোঁজ জওয়ান তাদের সংগঠনে যোগ দিয়েছে৷ যদিও, হিজবুল-মুজাহিদিনে এই দাবি মানতে না সেনা৷ আদৌও ওই জওয়ান জঙ্গি-গোষ্ঠীতে নাম লিখিয়েছেন কি না তার কোনও প্রমাণও পাওয়া যায়নি৷
[যাত্রী অসন্তোষ ঠেকাতে মাসে দু’বার ধোয়া হবে রেলের অপরিচ্ছন্ন কম্বল]
এমনিতেই বেশ গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার জঙ্গি বিরোধী সেনা অভিযান চালিয়ে আসছে ভারতীয় সেনা৷ ২১ জঙ্গির তালিকার প্রকাশ করে চলতি সপ্তাহে দুই জঙ্গিকে গুলি করে হত্যা করেছে সেনা৷ ওই ঘটনারই পাল্টা হিসাবে জওয়ান নিখোঁজের ঘটনা বলেই আশঙ্কা স্থানীদের৷ গত মাসেও ঠিক একই ভাবে নিখোঁজ হয়ে যান ভারীয় দুই জওয়ান৷ পাক জঙ্গিদের হাতে বন্দি থাকা ভারতীয় জওয়ানের ভিডিও ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে উপত্যাকায়৷ পরে দুই জওয়ানের মৃত্যু খবর শিকার করে নেওয়া হয় জঙ্গিদের তরফে৷
[উবের-এর শেয়ার ক্যাবে ভয়াবহ অভিজ্ঞতা, আতঙ্কে মহিলা সাংবাদিক]
ভূস্বর্গে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হতেই লাফিয়ে বেড়েছে জঙ্গি নাশকতা৷ উপত্যকায় বাড়তে থাকা জঙ্গি অনুপ্রবেশ রুখতে শুরু হয়েছে সেনা অভিযান৷ লাগাতার অভিযান চললেও এখনও শান্ত হয়নি ভূস্বর্গ৷ উল্টে, জঙ্গি হানার আশঙ্কা জারি হয়েছে৷ অমরনাথ যাত্রার শুরুতেই জঙ্গি হানার সতর্কতা জারি হয়েছে৷ কড়া নিরাপত্তার মধ্যে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে প্রথম পর্যায়ে পুণ্যার্থীরা অমরনাথের উদ্দেশে রওনা দিয়েছেন যাত্রীরা৷ অমরনাথ যাত্রার জন্য দেশের দু’লক্ষ পুণ্যার্থী নাম এবার নাম লিখিয়েছেন৷ চলতি বছরের ২৬ আগস্ট শেষ হচ্ছে অমরনাথ যাত্রা৷
[পাসপোর্ট করাতে অফিসে আর ম্যারেজ সার্টিফিকেট জরুরি নয়, ঘোষণা সুষমার]
The post একে ৪৭ রাইফেল-সহ ফের ভারতীয় জওয়ান নিখোঁজ কাশ্মীরে appeared first on Sangbad Pratidin.