shono
Advertisement
Aircraft Crash

ওড়ার পরেই 'মে ডে কল'! ওড়িশায় কীভাবে ঘটল বিমান দুর্ঘটনা, শুরু তদন্ত

ঘটনার তদন্তে তিন সদস্যের একটি দল গঠন করেছে এএআইবি।
Published By: Saurav NandiPosted: 03:45 PM Jan 11, 2026Updated: 03:56 PM Jan 11, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশায় বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে এয়ারক্র্যাফ্‌ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। রবিবার সকালেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ এই তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ঘটনাস্থলে যান। তাঁরা দুর্ঘটনার কবলে পড়া বিমানটির ছবি তুলেছেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন বলে জানিয়েছে অসামরিক বিমান পরিষেবা নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। ঘটনার তদন্তে এএআইবি তিন সদস্যের একটি দল গঠন করেছে।

Advertisement

শনিবার দুপুরে রাউলকেলা উদ্দেশে রওনা দিয়েছিল ছোট্ট বিমানটি। তাতে দুই পাইলট এবং ছ'জন যাত্রী ছিলেন। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন, ভুবনেশ্বর থেকে ওড়ার কিছু ক্ষণ পরেই 'মে ডে' ঘোষণা করেছিলেন পাইলট। কী কারণে তা করতে হয়েছিল তাঁকে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ডিজিসিএ জানিয়েছে, বিমানটি রাউরকেলা থেকে ১৫-২০ কিলোমিটার দূরে কানসোরের কাছে জরুরি অবতরণের চেষ্টা করে। সেই সময়েই সেটি ভেঙে পড়ে।

বিমানে থাকা ছ'জনই জখম হয়েছে। তাঁরা সকলেই চিকিৎসাধীন। শনিবার ওড়িশা সরকার জানিয়েছিল, আহতদের অবস্থা স্থিতিশীল। কারও চোট গুরুতর নয়। কিন্তু রবিবার জানা গেল, দুই যাত্রী মুম্বই গিয়ে চিকিৎসা করানোর আবেদন করেছিলেন। তাঁদের এয়ার অ্যাম্বুল্যান্সে করে রাউরকেলা থেকে মুম্বইতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। এক যাত্রীকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। ওড়িশার পরিবহণমন্ত্রী ঊষা পধী রবিবার হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওড়িশায় বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে এয়ারক্র্যাফ্‌ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)।
  • রবিবার সকালেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ এই তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ঘটনাস্থলে যান।
  • তাঁরা দুর্ঘটনার কবলে পড়া বিমানটির ছবি তুলেছেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন বলে জানিয়েছে অসামরিক বিমান পরিষেবা নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।
Advertisement