সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোবেলজয়ী, জাতীয় দলের ক্রিকেটার, সাংসদ, বিধায়ক-এসআইআর শুনানি থেকে রেহাই পাননি কেউই। এবার এসআইআর শুনানিতে তলব করা হল নৌসেনার প্রাক্তন প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশকে। ৮২ বছর বয়সে এসে এহেন বিড়ম্বনায় স্বভাবতই ক্ষুব্ধ দেশের প্রাক্তন নৌসেনা প্রধান। উল্লেখ্য, ১৯৭১ যুদ্ধের পর বীর চক্র সম্মান পেয়েছিলেন তিনি।
এসআইআর শুনানিতে ডাক পাওয়ার পর নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন অ্যাডমিরাল। নির্বাচন কমিশনকে নিশানা করে তাঁর বার্তা, 'আমি নির্বাচন কমিশনকে বলতে চাই, প্রথমত এসআইআর ফর্ম থেকে যদি প্রয়োজনীয় তথ্য না পাওয়া যায় তাহলে ফর্ম সংশোধন করতে হবে। দ্বিতীয়ত, বিএলও তিনবার আমাদের বাড়িতে এসেছিলেন তিনি তখনই বাড়তি তথ্যগুলো জিজ্ঞাসা করতে পারতেন। তৃতীয়ত, আমাদের স্বামী-স্ত্রীর বয়স যথাক্রমে ৮২ বছর এবং ৭৮ বছর। বাড়ি থেকে ১৮ কিলোমিটার দূরে শুনানিতে ডাকা হয়েছে আমাদের, তাও আলাদা দুই দিনে।'
১৯৭১ যুদ্ধের সময়ে বায়ুসেনার পাঞ্জাব স্কোয়াড্রনের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে বিমান চালিয়েছেন প্রাক্তন অ্যাডমিরাল। সেই শৌর্যের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বীর চক্র। দীর্ঘ ৪০ বছর ধরে নৌসেনায় কাজ করেছেন প্রাক্তন অ্যাডমিরাল। ফাইটার স্কোয়াড্রন, এয়ার স্টেশন, আইএনএস বিরাট-সহ মোট চারটি যুদ্ধজাহাজ পরিচালনা করেছেন। এছাড়াও নৌসেনা প্রধান হিসাবে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারও করেছেন অ্যাডমিরাল প্রকাশ।
এক্স হ্যান্ডেলে অ্যাডমিরালের পোস্ট দেখে নেটিজেনরা অনেকেই পরামর্শ দিয়েছেন, তিনি যেন বাড়িতেই বিএলও'কে ডেকে নথিপত্র যাচাই করান। তবে সেই পরামর্শ গ্রহণ করেননি প্রাক্তন অ্যাডমিরাল। বরং জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনের নিয়ম মেনে তিনি শুনানিতে হাজিরা দেবেন। প্রশ্ন উঠছে, যে ব্যক্তি একটা সময়ে শক্ত হাতে দেশের সুরক্ষার হাল ধরেছেন, যাঁর নেতৃত্বে জলপথে শত্রুদের পরাজিত করেছে ভারতীয় নৌসেনা, তাঁর ভোটাধিকার ঘিরেও সংশয়? এসআইআর বিতর্কের মধ্যে দাগ কাটছে প্রাক্তন নৌসেনা প্রধানের প্রশ্ন, যদি পর্যাপ্ত তথ্য না মেলে তাহলে ফর্ম বদলে ফেলা হচ্ছে না কেন?
