সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছে তাঁর দল জেডিইউ। সেই দাবির মাঝেই এবার সোচ্চার হলেন 'জনশক্তি জনতা দলে'র প্রধান তেজপ্রতাপ যাদব। তাঁর দাবি, নীতীশের সঙ্গেই ভারতরত্ন দেওয়া হোক আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকেও।
শনিবার পাটনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লালুপ্রসাদ যাদবের ভারতরত্নের পক্ষে সওয়াল করেন তেজপ্রতাপ। তিনি বলেন, যদি নীতীশকে ভারতরত্ন দেওয়া হয় তবে লালুপ্রসাদকেও সেই সম্মান দেওয়া উচিত। এ প্রসঙ্গে তেজের যুক্তি, নীতীশ ও লালু দু'জনেই ভাইয়ের মতো। চিরকাল তাঁরা ভাইয়ের মতোই থেকে এসেছেন। ফলে দেশের সর্বোচ্চ সম্মান দুই ভাইকেই দেওয়া উচিত। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নীতীশকে ভারতরত্ন দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন জেডিইউ-র একাধিক বরিষ্ঠ নেতা। সম্প্রতি দলের কেসি ত্যাগী এই ইস্যুতে সরব হন। তাঁকে আবার সমর্থন করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝি-সহ বহু নেতা। অন্যদিকে, মাঝে মধ্যেই আরজেডির তরফে লালুকে ভারতরত্ন দেওয়ার দাবি তোলা হয়।
তবে ভারতরত্নের দাবিতে দুই দলের মধ্যে টানাপোড়েন বাড়লেও নীতীশের সমর্থনেই সংখ্যাগরিষ্ঠতা। সম্প্রতি কেসি ত্যাগী এই দাবিতে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। তিনি জানান, চৌধুরী চরণ সিং, কর্পুরী ঠাকুরের মতো নীতীশ কুমারও এই সম্মান পাওয়ার যোগ্য। যদিও কেসি ত্যাগীর দাবি তাঁর 'ব্যক্তিগত' বলে জানিয়ে দিয়েছে নীতীশের দল জেডিইউ। এই পরিস্থিতিতে ভারতরত্নের দাবিদার হিসেবে নীতীশের নাম উঠতেই সেই তালিকায় নিজের বাবা লালুপ্রসাদ যাদবকেও ঢুকিয়ে দিলেন তেজপ্রতাপ।
