সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকার বিরোধী ক্ষোভে জ্বলছে ইরান। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে যে কোনও মুহূর্তে সেখানে হামলা চালাতে পারে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে অন্তত তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি।
গত বছরের শেষে ব্যবসায়ীদের বিক্ষোভ থেকে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল ইরানে, দু'সপ্তাহে তা প্রায় গোটা দেশেই ছড়িয়ে পড়েছে। রাস্তায় নেমেছে ১৫-১৮ লক্ষ মানুষ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের সরকারও বিক্ষোভ কড়া হাতে দমন করা শুরু করেছে। দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ, ব্ল্যাকআউটও জারি হয়েছে। বিমান পরিষেবাও কার্যত বন্ধ। এই পরিস্থিতিতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের একটি সূত্র জানিয়েছে, ইরানের পরিস্থিতির দিকে নজর রেখেছে প্রশাসন। সে দেশের প্রবাসী ভারতীয়দের কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, তা নিয়েও ভাবনাচিন্তা শুরু হয়েছে।
নরওয়ের একটি বেসরকারি সংগঠন রবিবার একটি বিবৃতিতে দাবি করেছে, ইরানে বিক্ষোভের জেরে এখনও পর্যন্ত অন্তত ১৯২ জন প্রাণ হারিয়েছেন। গত কয়েকদিন ধরে ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় তথ্য যাচাইয়ের প্রক্রিয়া মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। ফলে মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়ে আরও অনেক বেশি হতে পারে। দেশের বিভিন্ন চিকিৎসা এবং ত্রাণ কেন্দ্রগুলির উপরেও হামলার খবর পাওয়া গিয়েছে।
