shono
Advertisement
Sonia Gandhi

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী, তবে বাড়িতে চিকিৎসা চলবে

দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সোনিয়াকে।
Published By: Saurav NandiPosted: 07:55 PM Jan 11, 2026Updated: 07:55 PM Jan 11, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী। রবিবার বিকেলে কংগ্রেস নেত্রীকে ছাড়া হয় হাসপাতাল থেকে। তবে বাড়িতে তাঁর চিকিৎসা চলবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

সপ্তাহখানেক আগে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সোনিয়াকে। দীর্ঘ দিন ধরে কাশি, শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। হাসপাতালে ভর্তি করানোর পরেই কংগ্রেস নেত্রীর বুকে সংক্রমণ ধরা পড়ে। তবে কয়েক দিনের চিকিৎসায় সাড়া দিয়েছেন সোনিয়া। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। সেই কারণে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তবে বাড়িতে চিকিৎসা চলবে। হাসপাতালের এক আধিকারিক বলেন, "রবিবার বিকেল ৫টা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া হয় সোনিয়া গান্ধীকে। বাড়িতে তাঁকে চিকিৎসা চালিয়ে যেতে বলা হয়েছে।"

গত ৫ জানুয়ারি সোনিয়াকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। স্যর গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক অনুপ বসু তাঁর চিকিৎসা করছিলেন। কংগ্রেস নেত্রীর 'ব্রঙ্কিয়াল অ্যাস্থমা' ধরা পড়ার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত ডিসেম্বরেই ৭৯ বছরে পা দিয়েছেন কংগ্রেস নেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী।
  • রবিবার বিকেলে কংগ্রেস নেত্রীকে ছাড়া হয় হাসপাতাল থেকে।
  • তবে বাড়িতে তাঁর চিকিৎসা চলবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
Advertisement