shono
Advertisement

আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা চলবে, জানিয়ে দিলেন অভিষেক

কেন তৃণমূল দ্রুত আসন সমঝোতা চাইছে, ব্যাখ্যাও দিয়েছেন অভিষেক।
Posted: 09:18 AM Sep 22, 2023Updated: 09:18 AM Sep 22, 2023

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত থমকে রয়েছে। জোটের সবচেয়ে বড় দল কংগ্রেস এ নিয়ে উদ্যোগ না নেওয়ায় এখনও পর্যন্ত আসন ভাগ নিয়ে কোনও কাজই এগোয়নি। তবে আসন সমঝোতা চূড়ান্ত করতে কংগ্রেসের সঙ্গে আলোচনা চলবে বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Advertisement

বৃহস্পতিবার পুরনো সংসদ ভবনের অন্দরে দলীয় দপ্তরে বাংলায় আসন সমঝোতার প্রসঙ্গে জানতে চাওয়া হলে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা শুরু হয়নি বলেই জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “কংগ্রেসের (Congress) তরফে এখনও পর্যন্ত আসন সমঝোতা নিয়ে কোনও কথা বলা হয়নি। তাই এ বিষয়ে কাজ এগোয়নি। যা করার তাড়াতাড়ি করা উচিত। নির্বাচন যদি এগিয়ে আসে। আসন ভাগাভাগির ব্যবস্থা চূড়ান্ত হয়ে গেলে অন্য রাজ্যগুলিতেও কাজ শুরু হয়ে যাবে।” সিপিএম (CPIM) নিয়ে প্রশ্নের কোনও উত্তর তিনি দেননি।

[আরও পড়ুন: মতপ্রকাশের দোহাই দিয়ে খলিস্তানিদের সমর্থন! ট্রুডোকে তোপ দলীয় সাংসদেরই]

ইন্ডিয়া (INDIA) জোটে থাকা অধিকাংশ দলই দ্রুত আসন সমঝোতা সেরে ফেলতে চাইছে। মুম্বইয়ে জোটের বৈঠকে তৃণমূল তো বটেই, পাশাপাশি আম আদমি পার্টি, আরজেডি (RJD), জেডিইউয়ের মতো অধিকাংশ দলই আসন ভাগাভাগির কাজ দ্রুত শেষ করার সওয়াল করেছিল। কিন্তু কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এনিয়ে কোনও কিছুই স্পষ্ট করে জানানো হয়নি। কেন তৃণমূল দ্রুত আসন সমঝোতা চাইছে, তার ব্যাখ্যাও দিয়েছেন অভিষেক।

[আরও পড়ুন: Partha Chatterjee: পার্থর বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট, অনুমোদন দিল রাজভবন]

বলেছেন, “লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে এমন সম্ভাবনা প্রবল বলেই আমাদের মনে হয়েছে। কারণ, বিজেপি বুঝতে পেরে গিয়েছে আগের মতো মোদি (Narendra Modi) ম্যাজিক কাজ করছে না। তাই একের পর এক চমক দেওয়ার চেষ্টা করছে তারা। তা নতুন সংসদ ভবন হোক বা মহিলা সংরক্ষণ বিল। সেটা তো আবার পোস্ট ডেটেড চেকের মতো, যে অ্যাকাউন্টে কোনও ব্যালেন্স নেই। আগামী বছরের জানুয়ারি মাসে রাম মন্দির (Ram Temple) উদ্বোধন হবে। তার রেশ থাকতে থাকতেই মাস খানেকের মধ্যে নির্বাচন করিয়ে বিজেপি তার সুফল ঘরে তুলতে চাইবে। রাম মন্দির উদ্বোধনের দিন দশেকের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। হঠাৎ করে নির্বাচন ঘোষণা করে দিলে বিরোধীরা যে তৈরি হওয়ার সময় কম পাবে, সেই সুযোগটাও কাজে লাগাতে চাইবে বিজেপি। তাই আসন ভাগাভাগি দ্রুত সেরে ফেললে ইন্ডিয়া জোটও দ্রুত তৈরি হওয়ার সময় পাবে।” ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকে এ বিষয়ে নিজেদের মতামত জানাবে তৃণমূল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement