shono
Advertisement

লবণ নিয়ে কালোবাজারি, আতঙ্ক না ছড়ানোর নির্দেশ কেন্দ্রের

নোট বাতিলের পর আকাশছোঁয়া লবণের দাম... The post লবণ নিয়ে কালোবাজারি, আতঙ্ক না ছড়ানোর নির্দেশ কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:56 PM Nov 12, 2016Updated: 03:26 PM Nov 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন বিজেপি সরকারের পিছু ছাড়ছে না৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করার পর থেকেই দেশ জুড়ে নগদ টাকার জন্য হাহাকার৷ সরকারি নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এক একটি ব্যাঙ্ক নোট পাল্টে দিতে এক একরকম পন্থা অবলম্বন করায় বিপাকে সাধারণ মানুষ৷ তবে জনসাধারণকে সবথেকে বেশি বিভ্রান্ত করছে গুজব! বাজারে লবণের দাম হঠাৎ বেড়ে যাওয়া এ কথা আরও একবার প্রমাণ করে দিল৷

Advertisement

শুক্রবার থেকে রাজধানী দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে গুজব রটে গিয়েছে, বাজারে লবণ নাকি মিলছে না৷ গুজবের জেরে রাতারাতি দিল্লিতে লবণের দাম প্রতি কিলোগ্রাম ২৫০ টাকা, উত্তরপ্রদেশে ৪০০ টাকা ছুঁয়েছে বলে অভিযোগ৷ গুজবে কান না দিতে এদিন সাধারণ মানুষকে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রক৷ তাদের অধীনস্থ কেন্দ্রীয় শিল্পনীতি এবং প্রচার বিভাগের তরফে এদিন পরপর বেশ কয়েকটি টুইট করে এ কথা জানানো হয়৷ জানানো হয়েছে, রাজস্থানের নাওয়া ও ফালোদি থেকে দিল্লিতে লবণ সরবরাহ করা হয়৷ পরিশোধিত লবণের দাম খোলা বাজারে প্রতি কেজি ৮ থেকে ১৮ টাকার বেশি নয়৷ লবণের উৎপাদনে কোনও ঘাটতি নেই৷ কোনওরকম গুজবে কান দিতে নিষেধ করা হয়েছে সাধারণ মানুষকে৷

তামিলনাড়ুর লবণ প্রস্তুতকারক সংস্থাও একই কথা জানিয়েছে৷ লবণের উৎপাদনে কোনও খামতি নেই বলে স্পষ্ট জানিয়েছে তারা৷ এ রাজ্যেও লবণ পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে কেন্দ্রীয় সূত্রে খবর৷ কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, কারা এই গুজব ছড়াচ্ছে খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারীরা৷ সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে আশ্বাস দিয়েছেন তিনি৷

The post লবণ নিয়ে কালোবাজারি, আতঙ্ক না ছড়ানোর নির্দেশ কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement