সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটরে থাকা এক মহিলাকে যৌন হেনস্তায় অভিযুক্ত হাসপাতালেরই কর্মী। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের পথে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

পুলিশ জানাচ্ছে, ৪৬ বছরের ওই মহিলা পেশায় বিমানসেবিকা। তিনি গুরুগ্রামে এয়ারলাইনে প্রশিক্ষণের জন্য এসেছিলেন। আর সেই সময়ই হোটেলের সুইমিং পুলে ডুবে গিয়ে অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত ৬ এপ্রিল তাঁকে সেখান থেকে সদর অঞ্চলের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়।
ঠিক কী অভিযোগ? মহিলার দাবি, তিনি অচেতন অবস্থায় থাকলেও বুঝতে পেরেছিলেন তাঁর শরীরের বিভিন্ন অঙ্গে 'অশালীন' স্পর্শ করছে হাসপাতালের কর্মী। কিন্তু শারীরিক ভাবে তাঁর পক্ষে চিৎকার করা, নড়াচড়া করা কিংবা বাধা দেওয়া সম্ভব ছিল না। পরে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ১৩ এপ্রিল। বাড়ি ফিরে তিনি স্বামীকে এই নির্যাতনের কথা জানান। সঙ্গে সঙ্গে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। গুরুগ্রাম পুলিশ এফআইআর দায়ের করা তদন্ত শুরু করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। পুলিশের মুখপাত্রের তরফে জানানো হয়েছে, ''আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি। বয়ান রেকর্ড করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাসপাতালের কর্মীদের। খতিয়ে দেখাচ্ছে হাসপাতালের বিভিন্ন সিসিটিভি।'' এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।