সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশে ওড়ার চার ঘণ্টা পরে বিমানে ছড়াল বোমাতঙ্ক। ফলে ৩২২ জনকে নিয়ে তড়িঘড়ি মুম্বই বিমানবন্দরে ফিরল নিউ ইয়র্কগামী বিমান। তবে গোটা বিমানে চিরুনিতল্লাশি করেও কোনও বিস্ফোরকের সন্ধান মেলেনি। জানা গিয়েছে, আগামিকাল ভোরে ফের রওনা দেবে বিমানটি। উল্লেখ্য, গত মাসেই নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী মার্কিন বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল।
এয়ার ইন্ডিয়া উড়ান সংস্থা সূত্রে খবর, সোমবার ভোর পাঁচটার সময়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল নিউ ইয়র্কগামী উড়ান। নির্দিষ্ট সময় রাত ২টোয় বিমানটি যাত্রা শুরু করে। সেখানে ছিলেন ৩০৩ জন যাত্রী এবং ১৯ জন বিমানকর্মী। দীর্ঘ চার ঘণ্টা ওড়ার পরে বিমানটি যখন আজারবাইজানের আকাশে পৌঁছয়, সেই সময় আচমকাই বিমানে বোমা রাখা রয়েছে বলে খবর ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রী এবং বিমানের কর্মীরা। সঙ্গে সঙ্গেই দিক বদল করে মুম্বইয়ের দিকে ফিরতে শুরু করে উড়ানটি।
যেহেতু বিমানটি অনেক দূরে পাড়ি দিয়ে ফেলেছিল, তাই ফিরতেও দীর্ঘ সময় লাগে। অবশেষে সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে মুম্বইয়ে ফেরত আসে উড়ানটি। যাত্রীদের নামিয়ে শুরু হয় তল্লাশি। যদিও কোনও বিস্ফোরক মেলেনি বিমানের মধ্যে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার ভোর পাঁচটার সময়ে ফের যাত্রা শুরু করবে ওই বিমানটি। আপাতত যাত্রীদের জন্য সমস্তরকম ব্যবস্থা করেছে উড়ান সংস্থা।
কিন্তু বারবার কেন এইভাবে ভুয়ো বোমাতঙ্কের জেরে যাত্রীরা ভোগান্তির শিকার হবেন? উল্লেখ্য, গত মাসেই নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী মার্কিন বিমানে বোমাতঙ্ক ছড়ায়। যার জেরে ভারতের পরিবর্তে ইতালিতে জরুরি অবতরণ করতে হয় বিমানটিকে। গত বছর অন্তত হাজারটি বিমানে এমন ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়েছিল। বিষয়টি নিয়ে পদক্ষেপ করে কেন্দ্রও। বিমানবন্দরের নিরাপত্তা বৃদ্ধিতে এবার ‘কোয়ালিটি কন্ট্রোল ইউনিট’ চালু করে আধাসেনার এভিয়েশন সিকিউরিটি গ্রুপ। তার পরেও ভুয়ো আতঙ্ক ছড়ানোর ঘটনা মোটেই কমছে না।
