shono
Advertisement

Breaking News

মিলল সবুজ সংকেত, এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে বিমান সংস্থা ভিস্তারা

এই সংযুক্তিকরণের ফলে বিপুল বিনিয়োগ হতে পারে বলেও মনে করা হচ্ছে।
Posted: 09:00 AM Sep 02, 2023Updated: 09:13 AM Sep 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান সংস্থা ভিস্তারার সঙ্গে জুড়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া। শুক্রবার এ নিয়ে সবুজ সংকেত দিল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)। স্বাভাবিক ভাবেই এই পদক্ষেপকে উড়ানের ইতিহাসের নয়া মোড় বলেই মনে করা হচ্ছে।

Advertisement

এই সুংযুক্তিকরণের কথা তুলে ধরে সিসিআইয়ের তরফে জানানো হয়, টাটার মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার (Air India) সঙ্গে হাত মেলাচ্ছে ভিস্তারা। SIA Airlines-এর সঙ্গে সংযুক্তি ঘটছে টাটা সনসের। বর্তমানে ভিস্তারা সংস্থার ৫১ শতাংশ শেয়ার রয়েছে টাটাদের হাতে। বাকি ৮৯ শতাংশের অংশীদার সিঙ্গাপুর এয়ার লাইন্স। ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া মিশে যাওয়ার অর্থ সিঙ্গাপুরের হাতে থাকবে ২৫.১ শতাংশ।

[আরও পড়ুন: ‘দুঃসময় কাটিয়ে উঠেছে মণিপুর’, অশান্তির মাঝেই দাবি অসম রাইফেলসের]

এই সংযুক্তিকরণের ফলে বিপুল বিনিয়োগ হতে পারে বলেও মনে করা হচ্ছে। ভিস্তারার সিইও বিনোদ কান্নান এর আগে জানিয়েছিলেন, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থার উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। এই সংযুক্তিকরণে ভিস্তারার থেকে সাধারণ মানুষ যা প্রত্যাশা করেন, সেই পরিষেবাই পাবেন। উল্লেখ্য, চলতি বছর এপ্রিল মাসেই সিঙ্গাপুর এয়ার লাইন্সের সঙ্গে টাটার সংস্থার গাঁটছড়া বাঁধার অনুমতি চেয়ে সিসিআইয়ের কাছে আবেদন জানানো হয়েছিল। বলা হয়েছিল, এতে ভারতের উড়ানের ক্ষেত্রে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। বরং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে এয়ার ইন্ডিয়ার এই সংযোগ ভবিষ্যতে উড়ানের দিশা আরও প্রশস্ত করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: মুম্বইতে ইন্ডিয়া জোটের বৈঠকে সখ্য, ধূপগুড়িতে ভোটপ্রচারে বাম-কংগ্রেসের নিশানায় তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement