shono
Advertisement
Akasa Air

ওড়ার আগেই বিমানে যান্ত্রিক ত্রুটি! নামিয়ে দেওয়া হল বেঙ্গালুরুগামী উড়ানের যাত্রীদের

মঙ্গলবার সকালে পুনে থেকে বেঙ্গালুরুগামী আকাসা এয়ারের একটি বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে শেষ মুহূর্তের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায়।
Published By: Anustup Roy BarmanPosted: 01:27 PM Jan 13, 2026Updated: 02:42 PM Jan 13, 2026

ইন্ডিগোর পরে এবার নজরে আকাসা এয়ার (Akasa Air)। যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে ওড়ার আগেই বাতিল বিমান। নামিয়ে আনা হল যাত্রীদের।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পুনে থেকে বেঙ্গালুরুগামী আকাসা এয়ারের একটি বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানে শেষ মুহূর্তের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সকাল ৮.৫০ মিনিটে পুনে থেকে ওড়ার কথা বেঙ্গালুরুগামী বিমান কিউপি১৩১২-এর। সকাল ৮.১০ মিনিটে বোর্ডিং শুরু হয় বিমানের। জানা গিয়েছে, যাত্রীরা প্রায় দেড় ঘন্টা ধরে বিমানের ভেতরে বসে ছিলেন। এর পরে তাঁদের নেমে যেতে বলা হয়।

যাত্রীদের কাছে এক বার্তায় আকাসা এয়ার (Akasa Air) জানিয়েছে, কিউআইপি ১৩১২ বিমানটি অপারেশনাল কারণে বিলম্বিত হয়েছে এবং জানানো হয়েছে যে এটি দুপুর ১.১৫ নাগাদ ফের উড়বে। তবে, একজন যাত্রী জানিয়েছেন যে বিমান থেকে নামার সময় তাঁদেরকে নতুন সময় জানানো হয়নি।

সম্প্রতি, ইথিওপিয়ায় একটি বিশাল আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘতে। ছাইয়ের মেঘ ঢেকে যায় ভারত এবং উপসাগরীয় অঞ্চলের মধ্যে। এরফলে, প্রধান বিমান রুটে নিরাপত্তার কারণে নভেম্বরের শেষের দিকে আকাসা এয়ার জেড্ডা, কুয়েত এবং আবুধাবি থেকে তাঁদের আন্তর্জাতিক পরিষেবা বন্ধ করে দেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement