shono
Advertisement
AR Rahman Kolkata Concert

১৩ বছর বাদে কলকাতায় রহমান, 'নজরুল বিতর্ক' সরিয়ে সুরের মায়াজালে বাঁধবেন শহরবাসীকে

কবে, কোথায় কনসার্ট করবেন সুরসম্রাট?
Published By: Sandipta BhanjaPosted: 06:10 PM Dec 10, 2025Updated: 07:00 PM Dec 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর দুয়েক আগে 'পিপ্পা' সিনেমার জন্য কাজী নজরুল ইসলামের 'কারার ওই লৌহ কপাট' গানের রিমেক করে বিতর্কে জড়িয়েছিলেন এআর রহমান। কালজয়ী বাংলা গানের 'অপভ্রংশে'র অভিযোগে বাঙালি শিল্পীমহলে কম সমালোচিত হতে হয়নি 'মোজার্ট অফ মাদ্রাজ'কে। চলেছিল বিস্তর কাটাছেঁড়া! সেই বিতর্ক-অধ্যায় সরিয়ে এবার কলকাতাবাসীকে সুরের মায়াজালে বাঁধতে চলেছেন রহমান।

Advertisement

ফি বছর শীতের মরশুমে কলকাতায় কনসার্ট করতে আসেন শিল্পীরা। চব্বিশ সালেও বেশ কিছু হাইভোল্টেজ কনসার্টের সাক্ষী থেকেছেন শহরবাসী। সেই তালিকায় যেমন বিশ্বখ্যাত ব্রায়ান অ্যাডামস রয়েছেন, তেমনই দিলজিৎ দোসাঞ্ঝ, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, সোনু নিগমরাও গতবছর কলকাতায় কনসার্ট করেছেন। এবারেও যে তার অন্যথা হবে না, রহমানের আগমনের খবরেই প্রত্যাশার পারদ চড়ল। তবে বছর শেষে নয়, বরং নতুন বছরে সিটি অফ জয়কে সুরের মূর্ছনায় ভাসাবেন রহমান। কবে, কোথায় কনসার্ট করবেন সুরসম্রাট?

জানা গিয়েছে, আগামী ১১ জানুয়ারি কলকাতায় কনসার্ট করবেন 'মোজার্ট অফ মাদ্রাজ'। পাঁচ ঘণ্টার অনুষ্ঠান। যদিও কোথায় কনসার্ট হবে? এখনও পর্যন্ত ভেন্যু ফাঁস করেননি উদ্যোক্তারা, তবে রহমানের অনুষ্ঠান ঘিরে যে শহরবাসীর অ্যাড্রিনালিন রাশ দ্বিগুণ থাকবে, তেমনটা হলফ করে বলাই যায়। শেষবার ২০১২ সালে কলকাতায় কনসার্ট করেছিলেন এআর রহমান। তার বছর তিনেক বাদে কিংবদন্তি ফুটবলার পেলের এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন। এবার ফের একবার রহমান ম্যাজিকের সাক্ষী থাকবে কলকাতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নজরুল বিতর্ক-অধ্যায় সরিয়ে এবার কলকাতাবাসীকে সুরের মায়াজালে বাঁধতে চলেছেন রহমান।
  • আগামী ১১ জানুয়ারি কলকাতায় কনসার্ট করবেন 'মোজার্ট অফ মাদ্রাজ'।
  • পাঁচ ঘণ্টার অনুষ্ঠান।
Advertisement