shono
Advertisement
Bihar

ভিন্নজাতের যুবকের সঙ্গে পালায় মেয়ে, ফিরিয়ে এনে খুন বাবার! দেহ উদ্ধার পরিত্যক্ত শৌচাগারে

পুলিশের দাবি, মৃতার বাবা খুনের কথা স্বীকার করেছেন।
Published By: Subhankar PatraPosted: 05:38 PM Apr 10, 2025Updated: 06:06 PM Apr 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মেয়ে। যুবক আবার ভিন্নজাতের। তারপরই মেয়েকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনার পর খুন করে দেহ পরিত্যক্ত বাথরুমে লুকিয়ে রাখার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুরে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সাক্ষী সিং। ২৫ বছর বয়সী যুবতী মার্চ মাসের শুরুর দিকে বাড়ি থেকে পালিয়ে দিল্লিতে থাকা প্রেমিকের কাছে চলে যান। যা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ হন তাঁর বাবা মুখেশ সিং। পরে তাঁকে ফিরিয়ে আনাও হয়। বৃহস্পতিবার দেহ উদ্ধার হয়।

মৃতার মামা বিপিন কুমার জানিয়েছেন, সাক্ষী মার্চ মাসের ৪ তারিখ বাড়ি থেকে পালিয়ে দিল্লিতে ওঁর প্রেমিকের কাছে চলে যায়। ছেলেটি অন্য জাতের। সাক্ষী ওর প্রেমিকের বাড়ির কাছেই থাকছিল। ওঁরা একসঙ্গে কলেজে পড়ত। সেখানেই দু'জনের পরিচয়। আরও জানা গিয়েছে, দিন কয়েক আগে মুকেশ সিং সাক্ষীকে আনতে দিল্লিতে যান। তাঁকে বুঝিয়ে বাড়িতেও নিয়ে আসেন। তখন কে জানত, বাবার বিরুদ্ধেই মেয়েকে খুনের অভিযোগ উঠবে।

এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে খোঁজ শুরু করেন সাক্ষীর মা। অভিযুক্ত জানায় মেয়ে আবার পালিয়ে গিয়েছে। কিন্তু কথা-বার্তায় অসঙ্গতি থাকায় সন্দেহ হয় তাঁর। পুলিশে অভিযোগ করেন মৃতার মা। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। সেই সময় সাক্ষীর বাড়ি থেকেই পচাগন্ধ পান তদন্তকারীরা। পরিত্যক্ত বাথরুম খুলতেই যুবতীর দেহ উদ্ধার হয়। তারপরই মৃতার বাবাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের দাবি, ধৃত খুনের কথা স্বীকার করেছে। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রেমিকার সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মেয়ে।
  • তাঁকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়েও আনেন বাবা।
  • তারপরই তাঁকে খুন করে দেহ পরিত্যক্ত বাথরুমে লুকিয়ে রাখার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে।
Advertisement