shono
Advertisement
America

৭ লক্ষ ভারতীয়কে ফেরত পাঠাবে ট্রাম্পের আমেরিকা! বিদেশ মন্ত্রকের বৈঠক শেষে দাবি কং নেতার

ক্ষমতায় আসার আগে অভিবাসীদের নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।
Published By: Kishore GhoshPosted: 04:30 PM Feb 05, 2025Updated: 04:47 PM Feb 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মার্কিন মুলুক থেকে 'বিতাড়িত' ২০৫ জন ভারতীয়কে নিয়ে অমৃতসরে পৌঁছেছে মার্কিন বায়ুসেনার বিমান। এর মধ্যেই কংগ্রেস সাংসদ রাজীব শুক্ল দাবি করলেন, মোট ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয়কে ফেরাবে আমেরিকা। সমাজমাধ্যমে কংগ্রেস নেতা দাবি করেছেন, বিদেশ মন্ত্রকের একটি বৈঠকে থাকার সুবাদে এই তথ্য জানতে পেরেছেন তিনি।

Advertisement

ক্ষমতায় আসার আগেই অভিবাসীদের নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। সেই মতোই আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন তিনি। সেই সূত্রেই বুধবার ২০৫ জন ভারতীয় মার্কিন সেনার বিশেষ বিমানে অমৃতসরে পৌঁছেছে। একই দিনে সমাজমাধ্যমের একটি পোস্টে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব জানান, সংসদে বিদেশ মন্ত্রকের একটি বৈঠকে যোগ দিয়ে চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন তিনি।

সমাজমাধ্যমে কংগ্রেস নেতা লিখেছেন, "আজ আমি সংসদে বিদেশ মন্ত্রকের একটি বৈঠকে উপস্থিত ছিলাম। সেখান থেকে জানতে পারলাম, ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে আমেরিকা। তাঁদের অবৈধ নাগরিক বলে চিহ্নিত করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষগুলো বছরের পর বছর ধরে আমেরিকায় থাকছিলেন। এ দেশে তাঁদের কিছুই নেই। এখানে আসার পর তাঁরা কী করবেন? এঁরা আচমকাই ধনী থেকে দরিদ্র হয়ে পড়েছেন। " উল্লেখ্য, আমেরিকায় ভারতীয় দূতাবাসের মুখপাত্র অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়টি মঙ্গলবারই নিশ্চিত করেছিলেন। এরপরই বুধবার ভারতে পৌঁছেছে মার্কিন সেনার বিশেষ বিমান।

এই মুহূর্তে আমেরিকার মাটিতে ১ কোটি ৪০ লক্ষ অভিবাসী। তাঁদের মধ্যে ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয়। মার্কিন মুলুকে এবার তীব্র শীতের কামড়ে নয়, বরং ট্রাম্প-আতঙ্কেই কাঁপছেন তাঁরা। কারণ অফিসে এসে প্রথমদিনই ট্রাম্প হুঙ্কার দিয়েছেন, নথিবিহীন অভিবাসীদের আমেরিকা থেকে বের করে দেওয়া হবে। শুধু তা-ই নয়, কর্মসূত্রে অভিবাসী যাঁদের সন্তানের জন্ম হয়েছে আমেরিকার মাটিতে, তাঁরাও আর পুরনো আইনের সুবিধায় মার্কিন নাগরিকত্ব পাবেন না। এছাড়া বাবা কিংবা মায়ের মধ্যে অন্তত একজনের গ্রিনকার্ড না থাকলে, সন্তান পাবে না জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ। বাস্তবেই সেই পথে এগোচ্ছেন ট্রাম্প!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নির্বাচনী প্রচার থেকেই রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের নিশানায় ছিল অভিবাসীরা।
  • সমাজমাধ্যমে কংগ্রেস নেতা লিখেছেন, "আজ আমি সংসদে বিদেশ মন্ত্রকের একটি বৈঠকে উপস্থিত ছিলাম।"
Advertisement