shono
Advertisement
Amit Shah

লাল সিগনালের কাছে আসতেই সর্বনাশ! দিল্লিতে ফিদায়েঁ হামলার তত্ত্ব জোরাল 'শাহী' মন্তব্যে

হাসপাতালেও যান অমিত শাহ।
Published By: Suhrid DasPosted: 11:03 PM Nov 10, 2025Updated: 11:03 PM Nov 10, 2025

নন্দিতা রায়, নয়াদিল্লি: রক্তাক্ত রাজধানী। লালকেল্লার কাছে বিস্ফোরণে নিহত অন্তত ১০। আহত বহু। তদন্ত যত এগোচ্ছে, তত প্রকাশ্যে আসছে নতুন নতুন তথ্য। সোম সন্ধ্যায় এহেন ভয়াবহ ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়েছেন, “কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না। সিসিটভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থাগুলি দ্রুত কাজ করছে। সবদিকে খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে। সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ সিগনালের লাল বাতি দেখে একটি হোন্ডাই আই ১০ গাড়ি ধীর গতিতে এসে থামে। তারপরই আচমকা গাড়িটিতে বিস্ফোরণ হয়। আশপাশে থাকা অন্যান্য গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।"  তিনি আরও বলেন, "তদন্তে যা উঠে আসবে, তা জনসমক্ষে আনা হবে।"

Advertisement

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এদিন রাতে এক্স হ্যান্ডেলে তিনি মৃতদের পরিজনদের প্রতি দুঃখপ্রকাশ করে লেখেন, “আজ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।” প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে দিল্লির বিস্ফোরণের পর কথাও হয়েছে বলে খবর। এদিন সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনের রাস্তায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে ১০ জন মারা গিয়েছেন। একাধিক ব্যক্তিও গুরুতর জখম হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন রাতে বিস্ফোরণস্থলে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তদন্তকারীদের সঙ্গে তিনি কিছু সময় কথাও বলেন। পরে তিনি বলেন, "কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না। সিসিটভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থাগুলি দ্রুত কাজ করছে। সবদিকে খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে।" পরে তিনি দিল্লির লোক নায়ক হাসপাতালে যান। পরিস্থিতি খতিয়ে দেখেন। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় তদন্ত চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। বম্ব স্কোয়াডের কুকুর নিয়ে আসা হয়। হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানীতে।

ঘটনায় ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেটির মডেল হুন্ডাই আই ১০। পরে জানা যায়, ওই গাড়ির মালিককে ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম নাদিম খান।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রক্তাক্ত রাজধানী। লালকেল্লার কাছে বিস্ফোরণে নিহত অন্তত ১০।
  • আহত বহু। তদন্ত যত এগোচ্ছে, তত প্রকাশ্যে আসছে নতুন নতুন তথ্য।
  • সোম সন্ধ্যায় এহেন ভয়াবহ ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Advertisement