shono
Advertisement
YouTuber

শিশুদের যৌন হেনস্তার ভিডিও ইউটিউবে পোস্ট! হায়দরাবাদে গ্রেপ্তার ইউটিউবার

ঠিক কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে?
Published By: Subhodeep MullickPosted: 04:58 PM Jan 07, 2026Updated: 07:17 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারভিউয়ের নামে শিশুদের অশ্লীল যৌনগন্ধী প্রশ্ন, হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হলেন এক ইউটিবার। শুধু তাই নয়, সেই ভিডিও তিনি ইউটিউবেও পোস্ট করতেন বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম কাম্বেতি সত্য মূর্তি (৩৯)। তিনি বিশাখাপত্তনমের বাসিন্দা। জানা গিয়েছে, ‘ভাইরাল হাব’ নামে তিনি ইউটিউব চ্যানেল চালাতেন। ঠিক কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে? পুলিশ সূত্রে খবর, সত্য ১৫ থেকে ১৭ বছর বয়সি নাবালক-নাবালিকাদের ইন্টারভিউ করতেন। সেখানে তিনি তাদের অশ্লীল যৌনগন্ধী প্রশ্ন করতেন। সম্প্রতি এক ভিডিওতে তিনি এক নাবালক এবং এক নাবালিকাকে চুম্বন করতে বাধ্য করেছিলেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।

গত বছর অক্টোবর মাসে হায়দরাবাদ পুলিশের সাইবার বিভাগ সত্যর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেন। তদন্তে জানা গিয়েছে, তাঁর ভিডিওর বিষয়বস্তু শিশু সুরক্ষা এবং সাইবার আইন লঙ্ঘন করেছে। এরপরই সত্যর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ২০১৮ সাল থেকে সমাজমাধ্যমে সক্রিয় ছিল। প্রাথমিকভাবে, ‘ভিউ’ আদায় এবং দ্রুত অর্থ উপার্যনের জন্য ভিডিওতে তিনি অশ্লীল ভাষা ব্যবহার করতেন। প্রভাবশালীদের সাক্ষাৎকার নিতেন। পরবর্তীকালে তিনি শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইন্টারভিউয়ের নামে শিশুদের অশ্লীল যৌনগন্ধী প্রশ্ন, হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হলেন এক ইউটিবার।
  • শুধু তাই নয়, সেই ভিডিও তিনি ইউটিউবেও পোস্ট করতেন বলে অভিযোগ।
  • চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।
Advertisement