shono
Advertisement

রমজানে হামলার ছক বানচাল করে ২৪ ঘন্টায় সেনার গুলিতে নিকেশ ১০ জঙ্গি

রুখে দেওয়া হয়েছে অনুপ্রবেশের পরিকল্পনা।
Posted: 06:18 PM May 27, 2017Updated: 12:48 PM May 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষ্যে জম্মু ও কাশ্মীরে বড়সড় নাশকতার ছক কষছে পাক জঙ্গিরা। ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড শনিবার এই কথা জানিয়ে বলে, “গত ২৪ ঘন্টায় ১০ জন সশস্ত্র জঙ্গিকে নিকেশ করেছে সেনা।” পাক সেনা ও পাকিস্তানের টাকায় চলা জঙ্গি সংগঠনের সদস্যরা নিয়ন্ত্রণরেখায় লাগাতার অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও সতর্ক করে দিয়েছে নর্দার্ন কমান্ড।

Advertisement


সেনা সূত্রে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখার কাছে রামপুর সেক্টরে জঙ্গিদমন অপারেশনে ৬ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। রুখে দেওয়া হয়েছে অনুপ্রবেশের পরিকল্পনা। দক্ষিণ কাশ্মীরের ত্রাল সেক্টরে আরও ২ জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সশস্ত্র সেনা। যার মধ্যে উল্লেখযোগ্য, হিজবুল মুজাহিদিন জঙ্গি সাবজার আহমেদ ভাটের মৃত্যু। বুরহান ওয়ানির পর আহমেদ ভাটের নেতৃত্বেই উপত্যকায় অশান্তি ছড়াচ্ছিল হিজবুল জঙ্গিরা। গতবছরের ৮ জুলাই অশান্ত কাশ্মীরে সেনার গুলিতে নিহত হয় হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি। শীর্ষস্থানীয় ২ জঙ্গিকে নিকেশ করে উপত্যকায় জঙ্গি মতাদর্শ প্রচার ও নাশকতার কাজে লিপ্ত মুজাহিদিনের একটা বড় অংশকেই নির্মূল করা গিয়েছে বলে মনে করছে সেনা।

[নিজস্ব পৃথক ‘এয়ার ফোর্স’ চায় সেনাবাহিনী]


পবিত্র রমজান উপলক্ষ্যে দেশ জুড়ে চূড়ান্ত সতর্ক রয়েছে সেনা। একের পর পাক জঙ্গি ও পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার প্রত্যাঘাত করতে পারে পাকিস্তান, এই বলে দিল্লি, মুম্বই, পাঞ্জাব ও রাজস্থানে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, দেশের বড় বড় মেট্রো শহরগুলিতে নাশকতার ছক কষছে লস্কর-ই-তৈবার মতো পাক জঙ্গিরা৷ শুধু পরিকল্পনাই নয়, বড় রকমের হামলা চালানোর লক্ষ্যে ইতিমধ্যে এদেশে ঢুকে পড়েছে লস্কর-ই-তৈবার ২০-২২ জঙ্গির একটি দল৷ গোয়েন্দাদের ধারণা, অনুপ্রবেশকারী এই জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই৷

[সিয়াচেনে টহল দিতে শুরু করল পাক বায়ুসেনার ‘মিরাজ’]


জঙ্গি হামলার সতর্কতা জারি করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে। মেট্রো স্টেশন, রেল স্টেশন, বিমানবন্দর, হোটেল, পর্যটন কেন্দ্র, বাজার, ধর্মস্থান-সহ সমস্ত জনবহুল এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তারক্ষী৷ গোয়েন্দা সংস্থার তরফে দেশবাসীকে সাবধান করে জানানো হয়েছে, অনুপ্রবেশকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়তে পারে এবং দেশের একাধিক স্থানে ধারাবাহিকভাবে নাশকতা ঘটাতে পারে৷ নাশকতার মাধ্যম হিসাবে লস্কর জঙ্গিরা বেছে নিতে পারে আত্মঘাতী বিস্ফোরণকে৷ সাধারণ দেশবাসীকে সতর্ক করার লক্ষ্যে সংবাদমাধ্যমের সাহায্য চেয়েছে গোয়েন্দা সংস্থা৷ গত সপ্তাহে উচ্চপদস্থ এক মার্কিন গোয়েন্দা আধিকারিক সতর্ক করে জানিয়েছিলেন, একটি পাক জঙ্গি গোষ্ঠী ভারতে নাশকতার ছক কষছে৷ এক্ষেত্রেও পাক-জঙ্গিদের উপর নিয়ন্ত্রণে রাখতে ইসলামাবাদ ব্যর্থ বলে জানিয়েছিলেন ওই মার্কিন গোয়েন্দা কর্তা৷

[অবশেষে খোঁজ মিলল বায়ুসেনার নিখোঁজ সুখোই বিমানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement