shono
Advertisement
Arvind Kejriwal

'অবসরের পর কোন পদে?' ভোটপ্রচারে মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ কেজরির

কমিশনের অস্তিত্ব নেই বলেও কটাক্ষ করেন আপ প্রধান।
Published By: Kishore GhoshPosted: 09:03 PM Feb 03, 2025Updated: 09:38 PM Feb 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিধানসভা ভোটের মুখে বিজেপি-আপ দ্বন্দ্ব চরমে। এবার বিজেপিকে সুবিধা দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ এনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে নিশানা করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেন, দিল্লি বিধানসভা ভোটে বিজেপিকে জেতাতে ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। সব জেনেও নিষ্ক্রিয় কমিশন। কমিশনের অস্তিত্ব নেই বলেও কটাক্ষ করেন আপ নেতা। ঠিক কী বলেছেন কেজরি?

Advertisement

কার্যত মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে ব্যক্তিগত আক্রমণ করেছেন আপ প্রধান। সোমবার সাংবাদিক বৈঠকে কেজরি অভিযোগ করেন, বিজেপির সামনে আত্মসমর্পণ করেছে বর্তমান নির্বাচন কমিশন। এরপরই বিস্ফোরক মন্তব্য করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "জনগণের মনে প্রশ্ন উঠেছে, এই মাসের শেষে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নেওয়ার পরে রাজীব কুমার কোন পদ পেতে চলেছেন? তাঁকে কী ধরনের পদের প্রস্তাব দেওয়া হয়েছে?" কেজরি আরও বলেন, "মনে হচ্ছে নির্বাচন কমিশনের অস্তিত্বই নেই!"

‘হোম ভোটিং’-এর নামে কারচুপি হবে বলে অভিযোগ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, মঙ্গলবার দিল্লির বস্তিগুলিতে আপ সমর্থক গরিব ভোটারদের কাছে যাবে বিজেপির কর্মীরা। নির্বাচনের কমিশনের লোক পরিচয় দিয়ে নকল ইভিএম নিয়ে হাজির হবে তাঁরা। এরপর নকল ইভিএমের বোতাম টিপিয়ে আঙুলে ‘আসল’ কালি লাগিয়ে দেওয়া হবে। এর ফলে পর দিন ভোট দিতে পারবে না তাঁরা। সুবিধা হবে বিজেপির। এদিকে বিশেষজ্ঞদের বক্তব্য, দিল্লির বস্তিবাসীর ভোট এবারের নির্বাচনী ফলে বড় ভূমিকা নিতে চলেছে। এই কারণেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঘোষণা দিয়েছেন, রাজধানীতে বস্তি উচ্ছেদ হবে না।

উল্লেখ্য, দিল্লিতে ৭০টি বিধানসভার নির্বাচন হবে এক দফায় আগামী ৫ ফেব্রুয়ারি। ফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। তার আগে যুযুধান প্রধান দুই পক্ষ বিজেপি এবং আপের মধ্যে চরমে রাজনৈতিক লড়াই। প্রচার চালাচ্ছে তুলনায় কম জোরি তৃতীয়পক্ষ কংগ্রেসও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কার্যত মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে ব্যক্তিগত আক্রমণ করলেন আপ প্রধান।
  • দিল্লিতে ৭০টি বিধানসভার নির্বাচন হবে এক দফায় আগামী ৫ ফেব্রুয়ারি।
Advertisement