shono
Advertisement
Supreme Court

নির্যাতিতাকে বিয়েতে রাজি ধর্ষক, সুপ্রিম কোর্টে ফুল বিনিময় দু'জনের

গত বছর নিম্ন আদালত দশবছরের সাজা শোনায় ওই ব্যক্তিকে।
Published By: Biswadip DeyPosted: 09:38 PM May 15, 2025Updated: 09:38 PM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের কোর্টরুমের ভিতরে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। ধর্ষণের অভিযোগে দশ বছরের কারাবাসের সাজাপ্রাপ্ত এক ব্যক্তি ও নির্যাতিতার মধ্যে ফুল বিনিময় হল। দু'জনই বিয়েতে সম্মত হওয়ার পরই বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশে তাঁরা এমনটা করলেন।

Advertisement

এফআইআরে বর্ণিত তথ্য থেকে জানা যাচ্ছে, ২০১৬ সালে ফেসবুকের সূত্রে পরিচয় নির্যাতিতা ও সাজাপ্রাপ্তের। জানা যাচ্ছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০২১ সাল পর্যন্ত ওই তরুণীর সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপন করেন ওই ব্যক্তি। কিন্তু পরে যখন নির্যাতিতা তাঁকে বিয়ের জন্য জোর করেন, তাঁর 'প্রেমিক' জানিয়ে দেন, মায়ের অসম্মতি থাকার কারণে তিনি বিয়ে করতে অপারগ।

এরপরই তরুণী আদালতের দ্বারস্থ হন। গত বছরের ৫ সেপ্টেম্বর নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন ওই ব্যক্তি। তাঁকে দশবছরের কারাবাসের সাজা দেওয়া হয়। স্বস্তি পেতে মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। উচ্চ আদালতও একই সাজা বহাল রাখে। এরপর ওই ব্যক্তি শীর্ষ আদালতের দ্বারস্থ হন। অবশেষে এদিন দু'জনই বিয়েতে সম্মত হন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ''ওঁদের বিয়ের বিষয়ে তাঁদের মা-বাবা ঠিক করবেন। আশা করি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটি সম্পন্ন হবে। উপরোক্ত পরিস্থিতিতে, আমরা সাজা স্থগিত রাখছি। এবং আবেদনকারীকে জামিনে মুক্তি দিচ্ছি।'' এদিনের শুনানি ছিল রুদ্ধদ্বার কোর্টরুমে। বিষয়টির 'স্পর্শকাতরতা' মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপ্রিম কোর্টের কোর্টরুমের ভিতরে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য।
  • ধর্ষণের অভিযোগে দশ বছরের কারাবাসের সাজাপ্রাপ্ত এক ব্যক্তি ও নির্যাতিতার মধ্যে ফুল বিনিময় হল।
  • দু'জনই বিয়েতে সম্মত হওয়ার পরই বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশে তাঁরা এমনটা করলেন।
Advertisement