shono
Advertisement

Breaking News

Jammu and Kashmir

চাকা পিছলে গভীর খাদে পড়ল সেনার গাড়ি! কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ১০ জওয়ান, আহত বহু

বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। এদিন সেনার ওই গাড়িটি একটি অভিযানের উদ্দেশে রওনা দিয়েছিল। গাড়ির ভিতরে ২০ জনেরও বেশি জওয়ান ছিলেন।
Published By: Subhodeep MullickPosted: 03:20 PM Jan 22, 2026Updated: 04:14 PM Jan 22, 2026

চাকা পিছলে গভীর খাদে গিয়ে পড়ল সেনার গাড়ি। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১০ জন জওয়ানের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জওয়ান। তাঁদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। এদিন সেনার ওই গাড়িটি একটি অভিযানের উদ্দেশে রওনা দিয়েছিল। গাড়ির ভিতরে ২০ জনেরও বেশি জওয়ান ছিলেন। খান্নি টপের ভাদেরওয়াহ-চাম্বা রোডের কাছে আসতেই গাড়িটির চাকা আচমকা পিছলে যায়। এরপরই সেটি পাশের ২০০ ফুট গভীর খাদে মুখ থুবড়ে পড়ে। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জন জওয়ানের। আহত হয়েছেন আরও ১০ জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, 'ডোডায় পথ দুর্ঘটনায় আমাদের ১০ সাহসী ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আমরা গভীর শোকাহত। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।'

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, 'ডোডার দুর্ঘটনায় আমি গভীর শোকাহত। ১০ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement