shono
Advertisement
Delhi

পোষ্য কুকুরকে হাঁটাতে ফাঁকা করেছিলেন স্টেডিয়াম, এবার দিল্লি পুরসভার বড় পদে ফিরলেন আইএএস

দিল্লির মিউনিসিপাল কর্পরেশনের কমিশনার হিসেবে ফিরলেন সঞ্জিব খিরওয়ার। ২০২২ সালে তাঁর বদলির পরে এবার চার বছর পার করে ফের দিল্লিতে ফিরলেন তিনি।
Published By: Anustup Roy BarmanPosted: 02:04 PM Jan 22, 2026Updated: 04:52 PM Jan 22, 2026

নিজের পোষ্যকে নিয়ে স্টেডিয়ামে হাঁটতে যান আইএএস। তাই দ্রুত স্টেডিয়াম কাহ্লি করে দেন অ্যাথলিটরা। সেই ঘতনায় অভিযুক্ত আইএএস সঞ্জীব খিরওয়ার স্বমহিমায় ফিরলেন দিল্লিতে।

Advertisement

জানা গিয়েছে, দিল্লির মিউনিসিপাল কর্পরেশনের কমিশনার হিসেবে ফিরলেন সঞ্জিব খিরওয়ার। ২০২২ সালে তাঁর বদলির পরে এবার চার বছর পার করে ফের দিল্লিতে ফিরলেন তিনি। ইতিমধ্যেই কেজরিওয়াল সরকারের মেয়াদ শেষ হয়েছে। দিল্লির মসনদে ফিরেছে বিজেপি সরকার। তার পরেই দিল্লিতে ফিরলেন। সঞ্জীবের পিছনে বিজেপি-র মদত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

২০২২ সালে, ঘটনাটি ঘটেছে দিল্লি প্রশাসনের অধীনে থাকা ত্যাগরাজ স্টেডিয়ামে। জানা যায়, কোচ এবং অ্যাথলিটদের তাড়াতাড়ি ট্রেনিং শেষ করতে বলা হয়। সন্ধে সাতটার মধ্যে যেন স্টেডিয়াম খালি করে দেওয়া হয়, এমন নির্দেশ দেওয়া হয়। কারণ, সন্ধে সাড়ে সাতটায় দিল্লির রাজস্ব দপ্তরের মুখ্যসচিব সঞ্জীব খিরওয়ার ওই স্টেডিয়ামে হাঁটতে যান। খবর প্রকাশিত হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় সরব হন ক্রীড়াপ্রেমীরা। দিল্লি প্রশাসনের নজরে পড়ে বিষয়টি।

খিরওয়ার সব অভিযোগ অস্বিকার করেন। যদিও, তিনি স্বীকার করেন' তিনি 'মাঝে মাঝে' তাঁর পোষা প্রাণীটিকে বেড়াতে নিয়ে যেতেন স্টেডিয়ামে। কিন্তু ক্রীড়াবিদদের অনুশীলনে তিনি ব্যাঘাত ঘটাননি বলেই দাবি করেন। এর পরেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক খিরওয়ারকে লাদাখে বদলি করে। এখন তাকে ফিরিয়ে আনা হয়েছে। এর আগের এমসিডি কমিশনার অশ্বিনী কুমারকে জম্মু ও কাশ্মীরে বদলি করা হয়েছে। এমসিডি বাজেটের প্রস্তুতি নেওয়ার ঠিক আগে কোনও আমলা দায়িত্ব গ্রহণ করেলে তিনি বেশ কিছু প্রশাসনিক ও আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। এখন দেখার আইএএস সঞ্জীব কিভাবে সেই সমস্যা সামলান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement