ছত্তিশগড়ে (Chhattisgarh) একটি স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। আহত হয়েছেন আরও অনেকে। কিন্তু কী কারণে বিস্ফোরণটি হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও বাকুলাহী এলাকার ওই স্টিল প্ল্যান্টে বহু শ্রমিক কাজ করছিলেন। সেই সময় প্ল্যান্টের একটি কয়লাচুল্লিতে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই সেখানে আগুন লেগে যায়। দুর্ঘটনার পরই সেখানে আটকা পড়েন শ্রমিকরা। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। আহতের সংখ্যা বহু। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই ঘটনার শুরু হয়েছে তদন্ত।
স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের পর উত্তপ্ত কয়লা এবং আগুনের সংস্পর্শে এসে প্রাণ হারান শ্রমিকরা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর এখনও পর্যন্ত ওই স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ কোনও বিবৃতি প্রকাশ করেনি। স্টিল প্ল্যান্টের নিরাপত্তা ব্যবস্থা সঠিক ছিল কি না, তা খতিয়ে দেখছে দেখছেন তদন্তকারীরা।
