shono
Advertisement
Manipur

মোদি-বার্তার ২৪ ঘণ্টা পরেই মেইতেই যুবককে খুন কুকি জঙ্গিদের! ফের আগুন জ্বলল মণিপুরে

ক্যামেরার সামনে বসিয়ে মেইতেই যুবককে গুলি করে খুন! প্রকাশ্যে ভিডিও। যদিও কুকি সংগঠনের তরফে দাবি করা হয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।
Published By: Kishore GhoshPosted: 01:36 PM Jan 22, 2026Updated: 02:49 PM Jan 22, 2026

নেপালে কর্মরত ৩৮ বছরের মেইতেই যুবক ছুটিতে কুকি স্ত্রীর সঙ্গে দেখা করতে মণিপুরে (Manipur) এসেছিলেন। তাঁকে অপহরণ করে খুন করা হল! চূড়াচাঁদপুর কুকি অধ্যুষিত এলাকার হাড়হিম করা সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) যেখানে দেখা গিয়েছে, একদল কুকির জঙ্গির সামনে হাঁটু গেড়ে বসে আছেন ওই যুবক। হাতজোড় করে প্রাণভিক্ষা চাইছেন তিনি। যদিও মনে গেলেনি জঙ্গিদের। এর পরেই গুলির শব্দে কেঁপে ওঠে রাতের অন্ধকার। যদিও কুকি সংগঠনের তরফে দাবি করা হয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। তাৎপর্যপূর্ণ মণিপুর প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শান্তি-বার্তার ২৪ ঘণ্টা পরেই মেইতেই যুবককে গুলি করে মারল কুকি জঙ্গিরা।

Advertisement

২১ জানুয়ারি ছিল মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের স্বীকৃতি দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন মণিপুর নিয়ে বার্তা দেন, মণিপুরের মানুষ তাদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতিকে সমৃদ্ধ করছে। খেলাধুলার প্রতি রাজ্যের আবেগ, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ বন্ধনের কথাও তুলে ধরেন। আত্মবিশ্বাসী মোদির দাবি, মণিপুর উন্নয়নের পথে অবিচলভাবে এগিয়ে যাবে। এমন বক্তব্যের পরদিনই আগুন জ্বলল মণিপুরে।

খেলাধুলার প্রতি রাজ্যের আবেগ, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরেন মোদি।

১ মিনিট ১২ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অন্ধকার রাস্তায় বসে আছেন এক যুবক। হাত জোড় করা। সশস্ত্র দুই ব্যক্তির কাছে প্রাণভিক্ষা চাইছেন। তার পরেই গুলির শব্দ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম এম ঋষিকান্ত। কাকচিং জেলার বাসিন্দা যুবক নেপালে চাকরি করতেন। ছুটিতে বাড়িতে এসেছিলেন। স্ত্রীর সঙ্গে দেখা করতেই চূড়াচাঁদপুর কুকি অধ্যুষিত এলাকায় এসেছিলেন ঋষিকান্ত। সন্ধে নাগাদ তাঁকে অপহরণ করা হয়। রাতে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যেভাবে মোদির ইতিবাচক বার্তার পরেই খুন করা হল মেইতেই যুবককে, তাতে স্পষ্ট আগুন নেভেনি মণিপুরে। তলে তলে ছাইচাপা অগ্নিকুণ্ড জ্বলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement