shono
Advertisement

ইডি পাঠানোর ‘রিটার্ন গিফ্‌ট’, বিজেপিকে ‘জবাব’ দিতে ৭৫ আসনে জেতার হুঙ্কার বাঘেলের

একই কায়দায় বিজেপি তথা কেন্দ্র সরকার চলছে বলে তোপ বাঘেলের।
Posted: 10:37 AM Aug 25, 2023Updated: 10:38 AM Aug 25, 2023

নন্দিতা রায়, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ‘রিটার্ন গিফ্‌ট’ দিতে চান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)। বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়ের ৯০টি আসনের মধ্যে ৭৫টির বেশি আসন কংগ্রেসের দখলে নিয়ে এসে মোদিকে ‘প্রতি উপহার’ দিতে চান বলেই জানিয়েছেন তিনি। বুধবার ছিল বাঘেলের জন্মদিন। সেদিনই তাঁর রাজনৈতিক পরামর্শদাতা বিনোদ ভার্মা, ওএসডি-সহ ঘনিষ্ঠ কয়েকজনের বাড়িতে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। যা নিয়ে মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কটাক্ষ করে ‘জন্মদিনের উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ’ বলে টুইট করেছিলেন বাঘেল। সেই উপহারের পালটা দেওয়ার জন্যই যে তিনি তৈরি হচ্ছেন, বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে ভার্মাকে মঞ্চের পাশে দাঁড় করিয়ে সাংবাদিক বৈঠকে সেই ঘোষণাই করেছেন তিনি।

Advertisement

তাঁকে বলতে শোনা গিয়েছে, “জন্মদিনে আমার রাজনৈতিক পরামর্শদাতা থেকে শুরু করে আমার ঘনিষ্ঠ লোকজনের বাড়ি ইডির তল্লাশি চালিয়ে যে উপহার প্রধানমন্ত্রী মোদিজি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাকে দিয়েছেন, আগামী নভেম্বরে ছত্তিশগড় (Chhattisgarh) নির্বাচনে কংগ্রেসকে পঁচাত্তরের বেশি আসন জিতিয়ে তাঁদের দু’জনকেই এর রিটার্ন গিফট দিতে চাই।”

[আরও পড়ুন: এনডিএ না INDIA, এখনই নির্বাচন হলে শেষ হাসি হাসবে কে? জানাল সমীক্ষা]

ছত্তিশগড়ের কংগ্রেস সরকারকে বদনাম করার জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেখানে ইডি, ইনকাম ট্যাক্সের আধিকারিকদের দিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ করে তাঁর সরকারের আমলে এখনও পর্যন্ত প্রায় দু’শো বার ইডি, আইটি রেড হয়েছে বলে খতিয়ান তুলে ধরেছেন বাঘেল। এসব করে কোনও লাভ হবে না বলেও বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

বলেছেন, “প্রথমে ছত্তিশগড় পরে ২০২০ সালে ঝাড়খণ্ডে পরাজয়ের পর থেকেই আমাদের রাজ্যকে বদনাম করার পর্ব শুরু হয়েছে। ছোট একটা রাজ্য। সেখানে ২০০ বার ইডি, আইটি তল্লাশি হয়ে গিয়েছে। অবশ্য এই তল্লাশির তালিকায় একজনও বিজেপি নেতা বা কর্মীর নাম নেই। নির্বাচনের আগে আরও এমন তল্লাশি হতে পারে। যত তল্লাশি চালাবে বিজেপির আসন ততই কমবে। আমাকেও তো জেলে পাঠিয়েছিল রমণ সিং। কিন্তু আমরা মরতে ভয় পাই না, লড়তেও। আর মানুষ সব বোঝে। তাই পনেরো বছর সরকার চালানোর পর বিজেপি ১৫ টি আসনে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে, আগে বিজেপি নেতারা বয়ান দেন , তারপর সেইমতো কাজ হয়। এমনকী যে বিজ্ঞপ্তি জারি করা হয়, সেখানেও সেই একই বয়ান থাকে।” এ প্রসঙ্গে বাংলা থেকেও যে এই একই অভিযোগ রয়েছে, সেখানকার বিরোধী দলনেতা যাঁদের নাম করেন তাঁদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা তৎপর হয়ে ওঠে বলেও তিনি মন্তব্য করেন।

[আরও পড়ুন: নির্বাচনের ফল বদলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ডোনাল্ড ট্রাম্প, পরে শর্তসাপেক্ষে জামিন]

সারা দেশে একই কায়দায় বিজেপি তথা কেন্দ্র সরকার চলছে বলে জানিয়েছেন বাঘেল। ছত্তিশগড়ে বিজেপির কোনও মুখ নেই। তাই তারা সেখানে মোদির উপর ভরসা করবে নাকি যোগীকে সামনে রাখবে, তা নিয়ে দোলাচলে রয়েছে বলেও কটাক্ষ করেছেন বাঘেল। বলেছেন, “ছত্তিশগড়ের বিজেপি সভাপতি অরুণ সাউ বলছেন বুলডোজার চালাব। মোদিজির উপর আস্থা নেই। তাই এবার যোগীজিকে টেনে আনছেনে। আসলে ছত্তিশগড়ের সম্পদের (খনি) উপর বিজেপির মিত্রদের নজর রয়েছে। মিত্রদের সুবিধা দিতে পারছে না। তাই ইডি, আইটিকে এগিয়ে দিয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement