shono
Advertisement
Beating Retreat

সীমান্তে কমছে উত্তেজনা! ১২ দিন পর ওয়াঘা-আটারিতে হল 'বিটিং রিট্রিট'

মঙ্গলবার বিটিং রিট্রিট হলেও ছিল একাধিক নিষেধাজ্ঞা।
Published By: Subhajit MandalPosted: 07:48 PM May 20, 2025Updated: 07:48 PM May 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘর্ষবিরতিতে সীমান্তে উত্তেজনা হ্রাস পাওয়ার ইঙ্গিত! ১২ দিন পর আটারি-ওয়াঘা সীমান্তে আয়োজিত হল ঐতিহ্যবাহী বিটিং রিট্রিট। অপারেশন সিঁদুরের প্রথম পর্বে ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়ে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর থেকেই আটারি-ওয়াঘা সীমান্তে বিটিং রিট্রিট বন্ধ ছিল। ১২ দিন পর সেটা ফের চালু হল। তবে একাধিক বিধিনিষেধ-সহ।

Advertisement

মঙ্গলবার বিটিং রিট্রিট চাক্ষুস করার জন্য সাধারণ নাগরিকদের প্রবেশাধিকার ছিল না। শুধু সরকারি আধিকারিক, সাংবাদিক এবং বিশেষ ছাড়পত্র পাওয়া দর্শকরা বিটিং রিট্রিটের সময় উপস্থিত ছিলেন। অন্যান্য দিনের প্রথামতো এদিন বিএসএফ এবং রেঞ্জার্সের মধ্যে করমর্দন হয়নি। সেটা অবশ্য পহেলগাঁও হামলার পর থেকেই বন্ধ। হয়নি সৌজন্যমূলক বাক্যালাপও। এমনকী, আটারি ওয়াঘার সীমান্তও বন্ধ ছিল। তবে বুধবার থেকে সামান্য পরিবর্তন আসবে বিটিং রিট্রিটে। সর্বসাধারণকে দেখার ছাড়পত্র দেওয়া হবে।

১৯৫১ সাল থেকে নিয়মিত বিটিং রিট্রিট অনুষ্ঠান হয়ে আসছে পাক রেঞ্জার্স এবং বিএসএফের মধ্যে। যুদ্ধ পরিস্থিতি ছাড়া এক মাত্র ২০২০ সালের করোনাপর্বের সময় বন্ধ রাখা হয়েছিল এই অনুষ্ঠান। ওয়াকিবহাল মহলের মতে, অপারেশন সিঁদুর আবহে আবার এই প্রথা শুরুর অর্থ, সীমান্তে আবার আগের মতো স্থিতাবস্থা ফিরছে।

আপাতত ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি চলছে। ১০ মে এই সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন বিদেশ সচিব বিক্রম মিসরি। সেই সময়ই হটলাইনে কথা হয়েছিল দুই দেশের ডিজিএমওর। এরপর ১২মে ফের কথা হয় তাঁদের। সেদিনের আলোচনা মতো আপাতত সংঘর্ষবিরতি চলছে। ১৮মে সেনা জানিয়েছে, এই সংঘর্ষবিরতির কোনও মেয়াদ নেই। অর্থাৎ নতুন করে উত্তেজনা তৈরি না হলে এটা চলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-পাক সংঘর্ষবিরতির পর সীমান্তে উত্তেজনা হ্রাস পাওয়ার ইঙ্গিত!
  • ১২ দিন পর আটারি-ওয়াঘা সীমান্তে আয়োজিত হল ঐতিহ্যবাহী বিটিং রিট্রিট।
  • অপারেশন সিঁদুরের প্রথম পর্বে ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়ে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর থেকেই আটারি-ওয়াঘা সীমান্তে বিটিং রিট্রিট বন্ধ ছিল।
Advertisement